ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১১ মিনিট আগে
শিরোনাম

ফি মওকুফসহ ৩ দফা দাবিতে ইবি ছাত্র ইউনিয়নের গণস্বাক্ষর

  ইবি প্রতিনিধি

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২১, ১৬:২৩  
আপডেট :
 ২৫ জানুয়ারি ২০২১, ১৬:২৮

ফি মওকুফসহ ৩ দফা দাবিতে ইবি ছাত্র ইউনিয়নের গণস্বাক্ষর
ছবি: প্রতিনিধি

আবাসিক হল ফি ও পরিবহন ফি মওকুফসহ তিন দফা দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন সংসদ। গত ১৩ জানুয়ারি থেকে তারা ক্যাম্পাসের ডায়না চত্বর ও ক্যাম্পাস পার্শ্ববর্তী মেসগুলোতে গিয়ে এ গণস্বাক্ষর সংগ্রহ করে।

সোমবার দুপুর ১টায় তারা গণস্বাক্ষর সম্বলিত স্মারকলিপিটি ভিসির কাছে জমা দেয়। এ সময় উপস্থিত ছিলেন ইবি ছাত্র ইউনিয়ন সংসদের সাধারণ সম্পাদক জি.কে সাদিক, সাংগঠনিক সম্পাদক ইমানুল সোহান ও সদস্য সাকিব।

গণস্বাক্ষর সম্বলিত স্মারকলিপি গ্রহণ করে ভিসি অধ্যাপক ড. আবদুস সালাম বলেন, ‘হল খোলার ব্যাপারে তাদের দাবি যৌক্তিক। তবে ইউজিসি কিংবা শিক্ষামন্ত্রণালয় থেকে কোন অনুমতি না আসায় আমরা এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারছি না।’

ফি মওকুফের ব্যাপারে তিনি বলেন, ‘একবছর ক্যাম্পাসে না থেকে তারা হল ও পরিবহন ফি কেন দিবে? এ ব্যাপারে আমিও একমত। তবে আমরা শিক্ষার্থীদের থেকে যে টাকা নেই তা বাজেটে রিফ্লেকটিভ হয়। তখন আয় রেখে বাকি টাকা সরকার দেয়। এটি আমাদের একটি সম্মিলিত সিদ্ধান্ত।’

তিন দফা দাবিসমূহ হচ্ছে, ‘স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের আবাসন নিশ্চিত করে পরীক্ষা গ্রহণ করা, করোনাকালে আবাসিক হল ফি, পরিবহন ফি ও অন্যান্য ফি মওকুফ করা এবং বিভিন্ন কাগজপত্র উত্তোলনে প্রশাসনিক জটিলতা নিরসন করা।

এ বিষয়ে ছাত্র ইউনিয়ন ইবি সংসদের সাধারণ সম্পাদক জিকে সাদিক বলেন, ‘তিন দফা দাবিতে আমরা সমাবেশ করেছি। প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এ বিষয়ে তারা সাড়াও দেয়নি। তারই অংশ হিসেবে আমরা শিক্ষার্থীর কাছে গণস্বাক্ষর নিয়ে আজ তা ভিসির কাছে জমা দিয়েছি। আশা রাখছি দাবিসমূহ বিশ্ববিদ্যালয় প্রশাসন অতিদ্রুত মেনে নিয়ে শিক্ষার্থীদের ভোগান্তি নিরসন করবে।’

এর আগে একই দাবিতে গত ৯ জানুয়ারি ছাত্র সমাবেশ করে ইবি ছাত্র ইউনিয়ন সংসদ। পরে বিশ্ববিদ্যালয়ের ভিসি বরাবর স্মারকলিপি প্রদান করে সংসদের নেতারা।

বাংলাদেশ জার্নাল/এনকে

  • সর্বশেষ
  • পঠিত