ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৯ মিনিট আগে
শিরোনাম

জবি শিক্ষার্থীদের জন্য হচ্ছে সাইকেল স্ট্যান্ড

  জবি প্রতিনিধি

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২১, ১৬:৫৪

জবি শিক্ষার্থীদের জন্য হচ্ছে সাইকেল স্ট্যান্ড
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফটক। ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের বড় দুর্ভোগের নাম হলো সাইকেল চুরি। সাইকেল রাখার জন্য কোনো নির্দিষ্ট জায়গা বা স্ট্যান্ড ছিলো না জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় সাইকেল রাখতো। তবে এবার শিক্ষার্থীদের জন্য বানানো হবে সাইকেল স্ট্যান্ড।

বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের সাথে এক আলাপচারিতায় এসব তথ্য জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল।

শিক্ষার্থীরা বিগত বছর ধরে সাইকেল চুরিজনিত সমস্যায় নিয়মিত দুর্ভোগ পোহাচ্ছে। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য আবাসান ব্যবস্থার সুযোগ না থাকার কারণে আশেপাশে থেকে আসা-যাওয়ার সুবিধার জন্য শিক্ষার্থীরা সাইকেল ব্যবহার করে থাকে। তাই প্রশাসনের কাছে শিক্ষার্থীদের দাবি ছিলো, সাইকেলের জন্য নিদিষ্ট কোনো স্থান ঠিক করে দেয়া।

এ বিষয়ে বাংলা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রিয়াদ বলেন, সাইকেল স্ট্যান্ড জবি শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরত্বপূর্ণ। এটি শিক্ষার্থীদের জন্য নতুন সংযোজন হবে বলে আশা করছি।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, মাঝে মাঝে শিক্ষার্থীদের সাইকেল হারিয়ে যায় বা বিভিন্ন জায়গায় সাইকেলগুলো এলোমেলোভাবে রাখা হয়, এটা একটা সমস্যা। সাইকেল হারিয়ে যাওয়া দুঃখজনক। একজন ছাত্র অনেক কষ্ট করে একটি সাইকেল কেনে। এজন্য আমরা দুই জায়গায় সাইকেল স্যান্ড করার ব্যাপারে প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণ করেছি। একটি হলো বজলুর রশীদ মিলায়াতন পাশে ও আরেকটা সাইন্স ফ্যাকাল্টির কর্নারে।

প্রক্টর বলেন, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে সাইকেল স্ট্যান্ড যে আদলে রয়েছে, যেটা আমাদের জন্য বেস্ট হয় এবং আমাদের জন্য আরও সুন্দর হয় সেরকম স্ট্যান্ড করবে ইঞ্জিনিয়ার ডিভিশন।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত