ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

তালা ভেঙে হলে ঢাবি শিক্ষার্থীরা

  ঢাবি প্রতিনিধি

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২১, ১৪:৫৪

তালা ভেঙে হলে ঢাবি শিক্ষার্থীরা
ছবি- প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ও বন্ধ আবাসিক হলের তালা ভেঙে হলে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা।

সোমবার বেলা সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ড. মুহাম্মদ শহীদুল্লাহ হলের তালা ভেঙে হলে অবস্থান নেয় প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী।

সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থীরা হলের তালা ভেঙেছেন। বেশকিছু শিক্ষার্থী হলের মাঠে জড়ো হয়েছেন। কয়েকজন শিক্ষার্থীকে নিজ কক্ষে অবস্থান করতেও দেখা যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক হলে অবস্থানকারী একাধিক শিক্ষার্থী বলেন, দীর্ঘ এক বছর ধরে আমাদের হল বন্ধ। আমরা আর বাড়িতে থাকতে পারছি না। এছাড়া অনেক বিভাগে বিভিন্ন ইনকোর্স পরীক্ষা হচ্ছে। তাই আমরা জোর করে উঠে গেছি।

হলের কর্মকর্তা/কর্মচারীরা বাধা দিছে কিনা জানতে চাইলে তারা বলেন, হলের গেইটে যারা ছিলো তারা আমাদেরকে দেখার সঙ্গে সঙ্গে নিজেরাই হলের তালা খুলে দিছে।

এ বিষয়ে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার বলেন, ‘তালা ভাঙার ঘটনা ঘটেনি। সাধারণত শিক্ষার্থীরা তাদের জিনিসপত্র নিতে হলে আসে। তারা তাদের জিনিপত্র নিতে হলে গেছে। আমি অনলাইন ক্লাসে ছিলাম। বিস্তারিত তেমন কিছু জানতে পারিনি। হলের কেয়ারটেকার আমায়া বলেছেন, শিক্ষার্থীরা তাদের জিনিপত্র নিয়েছেন। কিছুক্ষণ ঘোরাফেরার পর তারা চলে গেছেন।’

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত