ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

আবরারের মৃত্যুবার্ষিকী পালনকারীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ

  ঢাবি প্রতিনিধি

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২২, ১৭:১৩  
আপডেট :
 ০৭ অক্টোবর ২০২২, ১৮:০০

আবরারের মৃত্যুবার্ষিকী পালনকারীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ
আবরার ফাহাদ স্মৃতি সংসদের সদস্যদের ওপর হামলা চালিয়ে ছত্রভঙ্গ করার অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে। ছবি: প্রতিনিধি

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের ৩য় শাহাদাতবার্ষিকী পালন করতে আসা আবরার ফাহাদ স্মৃতি সংসদের সদস্যদের ওপর হামলা চালিয়ে ছত্রভঙ্গ করার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। এতে ১৩ জন আহত হয়েছেন বলে জানা যায়। আহতরা ঢাকা মেডিকেলে চিকিৎসারত আছেন।

শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকাল সাড়ে ৩টার দিকে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আবরার ফাহাদ স্মৃতি সংসদের ব্যানারে একদল শিক্ষার্থী রাজু ভাস্কর্যে অনুষ্ঠান করতে আসে। তাদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের সভাপতি আকতার হোসেন, সাধারণ সম্পাদক আকরাম হুসাইন সিএফসহ সংগঠনের নেতাকর্মীর উপস্থিত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, অনুষ্ঠানের শুরুতে কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের বাধা দেয়। পরবর্তী সময়ে তারা অনুষ্ঠান শুরু করতে গেলে তাদের সাথে বাকবিতণ্ডায় জড়ায় ছাত্রলীগের নেতাকর্মীরা। এক পর্যায়ে হাতাহাতি হলে ছাত্রলীগ তাদের ওপর হামলা চালিয়ে ধাওয়া দিয়ে শাহবাগের দিয়ে পাঠিয়ে দেয়।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আকরাম হুসাইন সিএফ বলেন, ‘আমরা শান্তিপূর্ণ অনুষ্ঠান করতে আসলে ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের ওপর হামলা করে। আমিসহ আমাদের মোট ১৩ জন নেতাকর্মী আহত হয়েছে। আহতরা এখন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছে।

তবে সম্পূর্ণ ঘটনাকে অস্বীকার করে অনুষ্ঠানের আয়োজকদের ওপর প্রথমে হামলা করার অভিযোগ তোলে ছাত্রলীগ।

ঘটনার পর কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব খান গণমাধ্যমকে বলেন, ছাত্রলীগের কেউ তাদের ওপর হামলা করেনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাচাই করতে এসেছে যারা প্রোগ্রাম করছে তারা ক্যাম্পাসের কি না। এরপর প্রক্টরিয়াল টিম সেটি যাচাই করতে গেলে তারা শুরুতে উস্কানিমূলক স্লোগান দেয় এবং হামলা চালায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকে এসে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলা করা কখনো গ্রহণযোগ্য নয়।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত