ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

এনএসইউতে আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন অনুষ্ঠিত

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২২, ১৬:৩৮

এনএসইউতে আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন অনুষ্ঠিত
সংগৃহীত ছবি

নর্থ সাউথ ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশনস ক্লাব ২৪ থেকে ২৭ নভেম্বর আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলনের পঞ্চম পর্বের আয়োজন করে। এই সংস্করণের থিম ছিল: সংহতির মাধ্যমে বিশ্বব্যাপী পুষ্টিসাধন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। বিশেষ অতিথি ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এবং সিনিয়র অর্থনীতিবিদ, বিশ্বব্যাংক, ওয়াশিংটন ডিসি, ইউএসএ ড. জুনাইদ কামাল

আহমাদ। সম্মানিত অতিথি ছিলেন ড. সায়মা খান, কান্ট্রি ডিরেক্টর (ইউএনএইডস), ড. জাকি জামান, বাংলাদেশে ইউনিডোর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ এবং ইউ লিওয়েন, কালচারাল কাউন্সেলর, চীনের দূতাবাস। অধিবেশনে সভাপতিত্ব করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম।

অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন ফ্যাকাল্টি অ্যাডভাইজার আসিফ বিন আলী। ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন নর্থ সাউথ ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশনস ক্লাবের প্রেসিডেন্ট সায়মা বিনতে রাইস।

চার দিনব্যাপি এই সম্মেলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা নানান বৈশ্বিক সমস্যা নিয়ে আলোচনা করে এবং তার সম্ভাব্য সমাধানে পৌঁছাবার চেষ্টা করে।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত