ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ২১ মিনিট আগে
শিরোনাম

বিআইইউতে ইংরেজি বিভাগের সেমিনার

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২২, ০০:১৪

বিআইইউতে ইংরেজি বিভাগের সেমিনার
একাডেমিক রাইটিং অ্যাট টারশিয়ারি লেভেল, পার্সপেক্টিভস অ্যান্ড প্রস্পেক্টস শীর্ষক সেমিনার। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ে একাডেমিক রাইটিং অ্যাট টারশিয়ারি লেভেল, পার্সপেক্টিভস অ্যান্ড প্রস্পেক্টস শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রাজধানীর মান্ডা গ্রীন বাংলা মডেল টাউনে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে মঙ্গলবার এ সেমিনার অনুষ্ঠিত হয়।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান প্রফেসর ড. হুসাইন আল মামুন সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন । প্রবন্ধে একাডেমিক রাইটিং এর বিভিন্ন লেভেল তুলে ধরেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে- বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: আমিনুল হক ভূইয়া বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমের নানান দিক তুলে ধরেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় জ্ঞান ও গবেষণার ক্ষেত্র। তিনি গবেষণা কার্যক্রমের গুরুত্বারোপ করে বিশ্ববিদ্যালয়ে এ ব্যাপারে কর্তৃপক্ষের গৃহীত বিভিন্ন পদক্ষেপ শিক্ষার্থীদের অবহিত করেন।

ইংরেজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর শের মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ট্রেজারার কাজী আখতার হুসাইন, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. মো: আর্শেদ আলী মাতুব্বর, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক স্যাইয়েদ শহিদুল বারী, আইন বিভাগের চেয়ারম্যান ড. গোলাম রসুলসহ প্রমূখ।

অনুষ্ঠানে ইংরেজি বিভাগের শিক্ষকসহ দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জার্নাল/জিকে

  • সর্বশেষ
  • পঠিত