ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

রক্ত দিলেন এনএসইউ শিক্ষার্থীরা

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৯ মার্চ ২০২৩, ১৭:০৭

রক্ত দিলেন এনএসইউ শিক্ষার্থীরা
সংগৃহীত ছবি

নর্থ সাউথ ইউনিভার্সিটি সোস্যাল সার্ভিসেস ক্লাবের (এনএসইউ এসএসসি) বার্ষিক 'রক্তদান অভিযান ২০২৩' ইউনিভার্সিটি ক্যাম্পাসে ১৯ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন ও সমিতির সহযোগিতায় রক্তের অভাবে প্রাণহানি রোধ এবং তরুণদের রক্তদানে উৎসাহিত করার লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম ইসমাইল হোসেন এবং অনুষদ উপদেষ্টা মেশবাউল হাসান চৌধুরী। একজন বিশেষজ্ঞ পুরো রক্ত সংগ্রহ প্রক্রিয়াটি তদারকি করেন এবং ইভেন্ট জুড়ে ১২০০ ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়েছিল।

ম্যালেরিয়া, সিফিলিস, হেপাটাইটিস এ এবং বি এবং এইচআইভির জন্য বিনামূল্যে পরীক্ষাও দেওয়া হয়েছিল। এছাড়া দাতারা বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন ও সমিতি থেকে একটি সম্পূরক মেম্বারশিপ কার্ড পেয়েছেন।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত