ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৭ মিনিট আগে
শিরোনাম

মুক্তিযোদ্ধা সন্তান ও প্রজন্ম কমিটি থেকে ইবি শিক্ষার্থীকে বহিষ্কার

  ইবি প্রতিনিধি

প্রকাশ : ০২ জুন ২০২৩, ০৮:৩৬

মুক্তিযোদ্ধা সন্তান ও প্রজন্ম কমিটি থেকে ইবি শিক্ষার্থীকে বহিষ্কার
শিক্ষার্থী ইসরাত জাহান মীম । ছবি: প্রতিনিধি

গত মঙ্গলবার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা মুক্তিযোদ্ধা সন্তান ও প্রজন্ম কমান্ডের আংশিক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে ছাত্রী নির্যাতনের দায়ে বহিষ্কৃত শাখা ছাত্রলীগ কর্মী ও আইন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইসরাত জাহান মীমকে অর্থ সম্পাদকের পদ দেয়া হয়।

এদিকে, অপরাধ কান্ডে বহিষ্কৃত ছাত্রীকে কমিটিতে পদ দেয়াই ক্যাম্পাসে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এর প্রেক্ষিতে বৃহস্পতিবার (১ জুন) বিকেলে কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সন্তান ও প্রজন্ম কমান্ড থেকে পাঠানো প্রেস বিজ্ঞাপ্তির মাধ্যমে মিমকে বহিষ্কার করা হয়েছে।

কেন্দ্রীয় কমান্ডের দপ্তর সম্পাদক আহসানুল আবেদিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক সদ্য ঘোষিত ইবি শাখা কমিটির অর্থ সম্পাদক ইশরাত জাহান মীম বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত থাকায় কমিটি থেকে তাকে সাময়িক ভাবে অব্যাহতি দেয়া হলো।

বাংলাদেশ জার্নাল/আরআই

  • সর্বশেষ
  • পঠিত