ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ ঘন্টা আগে
শিরোনাম

জাবিতে নারী নির্যাতন প্রতিরোধে কর্মসূচি

  জাবি প্রতিনিধি

প্রকাশ : ০২ ডিসেম্বর ২০১৮, ১৬:৩৯

জাবিতে নারী নির্যাতন প্রতিরোধে কর্মসূচি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ‘ইউএন ওমেন’-এর উদ্যোগে নারী নির্যাতন প্রতিরোধে ১৬ দিনব্যাপী কর্মসূচির শুরু করা হয়েছে। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধমূলক এই কর্মসূচি উদ্বোধন করেন জাবির উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।

রোববার এক উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। উপাচার্যের নেতৃত্বে এই র‌্যালি বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তন থেকে শুরু হয়ে শহীদ মিনারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়। সমাবেশে উপাচার্য যৌন হয়রানিসহ যে কোনো প্রকার নির্যাতন রোধে নারী-পুরুষের সম্মিলিত প্রতিরোধের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের আয়োজক ইউএন ওমেন এর বাংলাদেশস্থ অনুষ্ঠান সহযোগী উম্মে সালমা আহমেদ বলেন, ‘সুইডিস দূতাবাসের সহযোগিতায় ‘হিয়ার মি টু’ প্রতিপাদ্য বিষয় ধারণ করে ‘নারীর কথা শুনবে বিশ্ব-কমলা রঙে নতুন দৃশ্য’-প্রচারণা চালিয়ে যৌন হয়রানি বিরোধী মহামান্য হাইকোর্টের নির্দেশনা সম্পর্কে সচেতন করার প্রয়াস চালাচ্ছি।’

তিনি আরো বলেন, এই অনুষ্ঠান ১৬ দিনব্যাপী সারাদেশে চলবে।

র‌্যালিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

বাংলাদেশ জার্নাল/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত