ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৫ মিনিট আগে
শিরোনাম

গ্রেনেড হামলা দিবসে পাবিপ্রবিতে শোক মিছিল

  পাবনা প্রতিনিধি

প্রকাশ : ২১ আগস্ট ২০১৯, ১৫:১৭

গ্রেনেড হামলা দিবসে পাবিপ্রবিতে শোক মিছিল

২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে মৌন ও শোক মিছিল করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(পাবিপ্রবি)।

বুধবার সকাল ১০টায় প্রশাসন ভবনের সামনে থেকে এ মৌন ও শোক মিছিলটি বের হয়। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। এরপর প্রশাসন ভবনের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. প্রীতম কুমার দাসের সঞ্চালনায় এতে ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্বে থাকা উপ-উপাচার্য প্রফেসর ড. মো. আনোয়ারুল ইসলাম, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. আনোয়ার খসরু পারভেজ, শিক্ষক সমিতির সভাপতি ড. ওমর ফারুক, সাধারণ সম্পাদক ড. ফজলুল হক, কর্মকর্তা পরিষদের সভাপতি রফিকুল ইসলাম, কর্মচারী পরিষদের সহ-সভাপতি ইশতিয়াক আহমেদ, প্রকল্প পরিচালক লে.কর্ণেল জিএম আজিজুর রহমান(অব:), বঙ্গবন্ধু হলের প্রভোষ্ট মো. সাইফুল ইসলাম, প্রফেসর ড. মো. মুশফিকুর রহমান, ড. শেখ রাসেল আল আহেম্মদ, ডীন ও বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ড. মো. হাবিবুল্লাহ, সাধারণ সম্পাদক আওয়াল কবির জয়, ছাত্র উপদেষ্টা মাহমুদুল ইসলাম, রিজেন্টবোর্ডের সদস্য ড. আব্দুল আলিম, প্রফেসর মীর খালেদ ইকবাল চৌধুরী, ড. মো. খায়রুল ইসলাম, ড. মো. আমিরুল ইসলাম, মো. রাশেদুল হক, অতিরিক্ত রেজিস্ট্রার বিজন কুমারসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বক্তারা গ্রেনেড হামলার নিন্দা ও এ ঘটনার সঙ্গে জড়িতদের সাজা দ্রুত কার্যকরের দাবি জানান।

২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী শান্তি সমাবেশে তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তৃতার শেষ পর্যায়ে তাকে হত্যার উদ্দেশে ওই সমাবেশে নারকীয় গ্রেনেড হামলা চালানো হয়।

এই হামলায় শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় কয়েকজন নেতা সেদিন অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও আইভি রহমানসহ ২৪ জন নিহত হন। এছাড়াও আহত হন আরো ৪০০ দলীয় নেতা-কর্মী। আহতদের অনেকেই চিরতরে পঙ্গু হয়ে গেছেন। তাদের কেউ-কেউ আর স্বাভাবিক জীবন ফিরে পাননি।

বাংলাদেশ জার্নাল/এনকে

  • সর্বশেষ
  • পঠিত