ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৪ মিনিট আগে
শিরোনাম

আইইউবিএটির ইইই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী ২৯ নভেম্বর

আইইউবিএটির ইইই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী ২৯ নভেম্বর

আইইউবিএটির ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স (ইইই) অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী আগামী ২৯ নভেম্বর পার্ক ও লেক সম্বলিত বিশ্ববিদ্যালয়ের দৃষ্টি নন্দন গ্রিন ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। এতে প্রাক্তন শিক্ষার্থী অংশগ্রহন করার জন্য অনুরোধ জানানো হয়েছে। প্রাক্তন শিক্ষার্থী সাথে বর্তমান শিক্ষার্থীদের যোগসূত্র স্থাপনই এই পুনর্মিলনীর উদ্দেশ্য।

অনুষ্ঠানে থাকছে ইইই বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সফলতার গল্প, বিগত বছরের উন্নয়নের আলকচিত্র। এছাড়াও জমকালো সাংস্কৃতিক সন্ধ্যায় প্রান ফিরে পাবে পুরো ক্যাম্পাস।

‘হোম কামিং বা ঘরে ফেরা’ স্লোগানকে সামনে রেখে প্রাক্তন ও বর্তমান অনুষ্ঠানটি সার্থক ও সুন্দরভাবে সাফল্যমণ্ডিত করার লক্ষে কাজ করে যাচ্ছে।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও আইবিএর সাবেক পরিচালক শিক্ষাবিদ ড. এম আলিমউল্যা মিয়ান ১৯৯১ সালে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) প্রতিষ্ঠা করেন। আইইউবিএটির ক্যাম্পাস রাজধানী ঢাকার উত্তরা মডেল টাউনের ১০ নম্বর সেক্টরে অবস্থিত।

বাংলাদেশ জার্নাল/এইচকে

  • সর্বশেষ
  • পঠিত