প্রকাশ : ২৮ নভেম্বর ২০২০, ০২:৪২
দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু
দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় আব্দুল গফুর (৪০) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন।
|আরো খবর
শুক্রবার বাংলাদেশ সময় সন্ধা ৭টায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত গফুর হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের কালিশিড়ি গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মৃত হাজি আব্দুল খালেক মিয়া।
গফুরের বড় ভাই হাজি আব্দুস ছাত্তার জানান, দুবাইয়ের বাসা থেকে চা খাওয়ার উদ্দেশ্যে রেস্তোরাঁর দিকে যাচ্ছিলেন আব্দুল গফুর। হঠাৎ একটি গাড়ি এসে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি দুই মেয়ে ও এক ছেলে, স্ত্রী ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আহম্মদাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাসনাত চৌধুরী সনজু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আব্দুল গফুর দীর্ঘদিন দুবাই শহরে ব্যবসা করে আসছিলেন। তিনি এলাকার গরিব ও অসহায় মানুষদের সবসময় সহযোগিতা করতেন।
বাংলাদেশ জার্নাল/এইচকে