প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২১, ০৬:০২
মাতৃভাষা দিবসে সুদানে শিক্ষা উপকরণ বিতরণ
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সুদানের দারফুরের একটি বিদ্যালয়ে মুজিব বর্ষের লোগো সম্বলিত শিক্ষা উপকরণ বিতরণ করেছে দেশটির শান্তি মিশনে থাকা বাংলাদেশ পুলিশ।
|আরো খবর
দারফুরের এলফেশার শহরের আল কিইদা বালিকা বিদ্যালয়ে এসব শিক্ষা উপকরণ বিতরণ হয়।
শিক্ষার্থীদের প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী দেওয়ার জন্য শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশকে বিদ্যালয়টির প্রধান শিক্ষিকা ধন্যবাদ জানান।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এ ধরনের উদ্যোগের জন্য বাংলাদেশ পুলিশকে সাধুবাদ জানান উনামিড পুলিশ চিফ অফ স্টাফ জেনারেল আহমাদো মান্নাহ।
শান্তি মিশনে থাকা অপারেসনস অফিসার মাসুক মিয়া বলেন, বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিট সুদানের যুদ্ধ বিদ্ধস্ত প্রদেশ দারফুরে শান্তি রক্ষার পাশাপাশি আর্থ সামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করে যাচ্ছে। এর আগে এই বিদ্যালয় প্রাঙ্গনে বাংলাদেশ ফর্মড পুলিশের উদ্যোগে শহীদ মিনার স্থাপন করা হয়, যা সুদানের ইতিহাসে প্রথম।
এর আগে এই শহীদ মিনারে উনামিড মিশনের পুলিশ চিফ অফ স্টাফ, স্কুলের শিক্ষক, বাংলাদেশ ফর্মড পুলিশের সদস্যরা ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ফুল দেন।
বাংলাদেশ জার্নাল/আর