লেবাননে প্রবাসী বাংলাদেশির মৃত্যু
প্রবাস ডেস্ক
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২১, ১০:১৮

লেবাননে হৃদরোগে আক্রান্ত হয়ে মোক্তার হোসেন নামের এক প্রবাসী মারা গেছেন। তিনি কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার সাতগাঁও গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
|আরো খবর
শনিবার স্থানীয় সময় রাত ৯টার দিকে জুনি জেলার সেন্ট লুইস হাসপাতালে তার মৃত্যু হয়। বর্তমানে মরদেহ হাসপাতালের হিমঘরে আছে।
বিষয়টি নিশ্চিত করেছেন লেবাননে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আবদুল্লাহ আল মামুন।
তিনি জানান, মোক্তার হোসেনের শোকাহত পরিবার তার মরদেহ অতিদ্রুত দেশে পাঠানোর জন্য বাংলাদেশ দূতাবাসের প্রতি অনুরোধ জানিয়েছে। যাবতীয় কার্যাবলি শেষে তার মরদেহ সীমিত সময়ের মধ্যে দেশে পাঠানো হবে।
বাংলাদেশ জার্নাল/এমএম