মালদ্বীপে প্রবাসীর মৃত্যু
জার্নাল ডেস্ক
প্রকাশ : ১৮ জুন ২০২২, ০১:৫৫ আপডেট : ১৮ জুন ২০২২, ০৫:২৫

মালদ্বীপে স্ট্রোক করে এক প্রবাসী বাংলাদেশি মারা গেছেন বলে জানা গেছে। মৃত ব্যক্তির নাম মোহাম্মদ শাহজাহান। বৃহস্পতিবার (১৬ জুন) দুপুর ১২টার দিকে স্ট্রোক করে তিনি মারা যান।
|আরো খবর
মৃত শাহজাহানের দেশের বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার আকাবপুরে। তার মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জানা গেছে, শাহজাহান অবৈধভাবে মালদ্বীপে কর্মরত ছিলেন। তিনি যে মালিকের কাজ করতেন তিনি তাকে দেশটির ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ জার্নাল/রাজু