প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৫৬
মালদ্বীপে ২০ বাংলাদেশি গ্রেপ্তার

মালদ্বীপে কমপক্ষে ২০ অবৈধ বাংলাদেশি শ্রমিককে গ্রেপ্তার করেছে দেশটির অভিবাসন বিষয়ক দপ্তর।
|আরো খবর
বুধবার রাজধানী মালের মাজিদি মাগু বা মধ্যখানের সড়ক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ খবর জানিয়েছে মালদ্বীপের অনলাইন পত্রিকা হাভিরু।
মালদ্বীপের অভিবাসন দপ্তরের একজন কর্মকর্তা বলেন, অনিবন্ধিত অভিবাসী শ্রমিকদের বিরুদ্ধে কর্তৃপক্ষের চলমান অভিযানের অংশ হিসেবে ওই বাংলাদেশিদের গ্রেপ্তার করা হয়েছে।
তবে ঠিক কতজনকে গ্রেপ্তার করা হয়েছে তা জানায়নি ওই দপ্তর।
অবশ্য ঘটনাস্থলে থাকা একজন প্রবাসী বাংলাদেশি জানান, তিনি অন্তত ২০ জনকে গ্রেপ্তার করে নিয়ে যেতে দেখেছেন।
দেশটিতে গ্রেপ্তার হওয়া অনিবন্ধিত অভিবাসী শ্রমিকদের রাজধানী মালের উপকণ্ঠ হুলেহুমালের একটি জেলখানায় রাখা হয়েছে। পরে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে।
চলতি মাসের শুরুতে এসব অবৈধ শ্রমিকদের কাছ থেকে জরিমানা আদায় শুরু করেছে মালদ্বীপ ইমিগ্রেশন। নগদ অর্থ না থাকলে তাদের তিন মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হবে।
সূত্র: প্রবাস কথা
এমএ/