ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

মানবতার গল্পে বড়দিনের বিশেষ নাটক

  বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০১৯, ১৭:৪২

মানবতার গল্পে বড়দিনের বিশেষ নাটক

বড়দিন বা ক্রিসমাস হচ্ছে খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। সারা বিশ্বে এই দিনটিকে বিশেষভাবে পালন করে থাকেন খ্রিস্টানরা। বাংলাদেশেও দিনটিকে বিশেষভাবে পালন করা হয়।

দেশীয় টিভি চ্যানেলগুলোতে এ উপলক্ষে প্রচার হয় বিশেষ অনুষ্ঠানমালার। তারই ধারাবাহিকতায় বড়দিনের জন্য নির্মাণ করা হয়েছে বিশেষ নাটক ‘যে জীবন জীবনের’। সম্প্রতি কলাকুপা বান্দুরায় নাটকটির শুটিং শেষ হয়েছে। গোলাম রাব্বানীর রচনায় নাটকটি পরিচালনা করেছেন জয়ন্ত রোজারিও। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শম্পা রেজা, এফ এস নাঈম, নাদিয়া নদী, অ্যান্থনি প্রমুখ।

নির্মাতা জয়ন্ত বলেন, ‘যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে নাটকটি নির্মাণ করেছি। যিশু খ্রিস্টের জীবনের দর্শন ও মানবতা এ নাটকের মুল ফোকাস পয়েন্ট। বড়দিন উপলক্ষে হলেও এ নাটকটি সকল ধর্মের মানুষেরই গল্প। জীবনের গল্প।’

নির্মাতা জানান, ২৫ ডিসেম্বর রাত ৯টা ৪৫ মিনিটে নাটকটি দেশ টিভিতে প্রচারের কথা রয়েছে।

বাংলাদেশ জার্নাল/ আইএন
  • সর্বশেষ
  • পঠিত