ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১২ মিনিট আগে
শিরোনাম

তারকা নয়, গল্পের শক্তি দেখাবে ‘ঊনপঞ্চাশ বাতাস’

  ইমরুল নূর

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২০, ১৪:০৯

তারকা নয়, গল্পের শক্তি দেখাবে ‘ঊনপঞ্চাশ বাতাস’

‘ঊনপঞ্চাশ বাতাস’, নাট্য নির্মাতা ও সংগীত পরিচালক মাসুদ হাসান উজ্জ্বলের প্রথম সিনেমা। ‘ছায়াফেরী’, ‘যে জীবন ফড়িংয়ের’, ‘থতমত এই শহরে’, ‘অর্থহীন মানিপ্ল্যান্ট’, ‘কাগজ কার্বনের সম্মোহন’, ‘কালো বরফ জমাট অন্ধকার’, ‘ধুলোর মানুষ মানুষের ঘ্রাণ’, ‘অক্ষয় কোম্পানির জুতা’, ‘ফসিলের কান্না’ নাটক নির্মাণ করে তারপরেই হাত দিয়েছেন নিজের প্রথম চলচ্চিত্রে। ২০১৮ সালের শুরুর দিকে বেশ গোপনেই করেছেন ছবিটির শুটিং। ছবির শুটিং শেষ হয়েছে অনেক আগেই। দুই বছর পেরিয়ে গেলেও এখনও পর্দায় দেখা মেলেনি ছবিটির। ছবিটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন শার্লিন ফারজানা এবং ইমতিয়াজ বর্ষণ।

বেশ কয়েকবার ছবিটির মুক্তির তারিখ এলেও তা পিছিয়ে যায়। পরিচালকের ভাষ্যমতে, আমি হুট করেই সিনেমাটি মুক্তি দিতে চাই না। আমার অনেক কষ্টের ফসল এই সিনেমা। সিনেমাটির জন্য যথেষ্ঠ সময় নিয়েছি। এই ছবিটি আমি কোন এক শ্রেণির দর্শকের জন্য নির্মাণ করিনি যে ওই টার্গেট করে মুক্তি দেব। ছবিটি সব শ্রেণির দর্শকদের জন্য।

তবে একাধিকবার মুক্তির তারিখ পেছালেও আসছে ফেব্রুয়ারিতেই ছবিটি মুক্তি পাচ্ছে বলে জানালেন নির্মাতা। আগামী সপ্তাহে সেন্সর বোর্ডে জমা পড়বে ‘ঊনপঞ্চাশ বাতাস’। সবকিছু ঠিক থাকলে আগামী মাসেই মুক্তি পাবে সিনেমাটি।

মাসুদ হাসান উজ্জ্বল বলেন, ‘ঊনপঞ্চাশ বাতাস চেনা গল্পের চলচ্চিত্র নয়। গল্পের আঁকবাঁক আগাম অনুমান করাও সম্ভব নয়। এইরকম একটা গল্পের অভিনয়শিল্পী চুড়ান্ত করতেও যথেষ্ট বেগ পেতে হয়েছে। অভিনয় শিল্পী চুড়ান্ত করতে সময় লেগেছে ৬ মাস। আমরা ৩ মাস টানা লাইট এবং ক্যামেরার সামনে মহড়া করেছি । সব কিছু দেখে বুঝে শার্লিন ফারজানা এবং ইমতিয়াজ বর্ষনকে চুড়ান্ত করেছি।’

দীর্ঘ দুই বছর ধাপে ধাপে শুটিং শেষ করার পর এতটা সময় নিচ্ছেন ছবিটি মুক্তি দিতে। এই বিষয়ে নির্মাতা বলেন, ‘অনেক দিন ধরে শুটিং করেছি। গল্পের কারণে আমরা বিভিন্ন আবহাওয়ায় কাজ করেছি। এছাড়া ডাবিং ও পোস্ট প্রোডাকশনেও অনেকটা সময় নিয়েছি। আসলে যতক্ষণ না আমার মনে হয়েছে সবকিছু সুন্দর হয়েছে, ততক্ষণ আমি বারবার করেছি জিনিসগুলো।’

‘ঊনপঞ্চাশ বাতাস’ ছবিটির কিছু স্টিল ও পোস্টার প্রকাশিত হয়েছে যেগুলো দর্শকদের মধ্যে বেশ আলোচিত হয়েছে। নির্মাতার ভাষ্য, ‘সেন্সর ছাড়পত্রটা হাতে পেলে আমরা ধাপে ধাপে প্রচারণা শুরু করবো। কোন প্রকার বিক্ষিপ্ত প্রচারণা করবো না। আমাদের প্রচারণায় অবশ্যই নতুনত্ব পাবেন।’

উজ্জ্বল আরও বলেন, ‘আমি চাই আমার ছবি ব্যবসা করুক। প্রযোজক টাকা ফেরত পাক। যাদের জন্য বানিয়েছি তারা না দেখে পুরস্কার পেলাম, তা চাই না।’

এই নির্মাতা মনে করেন, তারকা নয়, গল্পের শক্তি দেখাবে চলচ্চিত্র ‘ঊনপঞ্চাশ বাতাস’।

সিনেমাটিতে থাকছে মোট ৫টি গান। যার একটি গান করেছেন দেশের জনপ্রিয় ব্যান্ডদল অর্থহীনের প্রতিষ্ঠাতা ও দলনেতা সাইদুস সালেহীন খালেদ সুমন।

রেড অক্টোবরের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন আসিফ হানিফ, নির্বাহী প্রযোজকের দায়িত্বে আছেন সৈয়দা শাওন। পরিচালনার পাশাপাশি ‘ঊনপঞ্চাশ বাতাস’র কাহিনি, সংলাপ, চিত্রনাট্য, শিল্প নির্দেশনা এবং সংগীত পরিচালনা করছেন মাসুদ হাসান উজ্জ্বল নিজেই। শুধু তাই নয়, ফটোগ্রাফি এবং পোস্টার ডিজাইনও তার করা।

বাংলাদেশ জার্নাল/ আইএন

  • সর্বশেষ
  • পঠিত