ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

‘অ্যাওয়ার্ড চাই না, হলের সামনে দর্শকদের লাইন দেখতে চাই’

  বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ০২ মার্চ ২০২০, ১৩:০৩

‘অ্যাওয়ার্ড চাই না, হলের সামনে দর্শকদের লাইন দেখতে চাই’

‘আমি যখন দশম শ্রেণিতে প‌ড়ি সেই সময় ‘লাল‌টিপ’‌ সি‌নেমার প্রচারণায় আমার স্কু‌লে এসেছিলেন ইমন। আমার বান্ধবীরা তখন এ কথা আমাকে জানিয়েছিল। নায়ক ইমন‌কে সাম‌নে থে‌কে দেখা যা‌বে জে‌নেই ভীষণ আনন্দ হ‌য়ে‌ছি‌লো। আমার ভীষণ পছ‌ন্দের একজন নায়ক। তার স‌ঙ্গে অভিন‌য়ের সু‌যোগ পে‌য়ে ভীষণ ভা‌লো লাগ‌ছে।’ কথাগুলো বলছিলেন ঢাকাই সিনেমার ‘অগ্নি’ খ্যাত চিত্রনায়িকা মাহিয়া মাহি।

রোববার সন্ধ্যায় বিএফডিসির জহির রয়হান কালার ল্যাবে আয়োজিত ‘ব্লাড’ সিনেমার মহরতে এসব কথা বলেন মাহি। ‌মহর‌তে প্রধান অতিথি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন চিত্রনায়ক আকবর হো‌সেন পাঠান ফারুক এমপি।

ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘ব্লাড’ সি‌নেমা‌টি‌তে জু‌টি বেঁ‌ধে‌ছেন চিত্রনায়ক ইমন ও মা‌হিয়া মা‌হি। অ্যাকশন ঘরানার এই সিনেমাটিতে মাহিকে নায়িকা ও খলনায়িকার দ্বৈত চরিত্রে দেখা যাবে।

মা‌হিয়া মা‌হি ব‌লেন, ‘সুমন ভাইয়ের সাথে যখন রক্ত সিনেমা করি তখন ভাইয়াকে বলেছিলাম যে পরেরবার আমি আপনার অ্যাকশন সিনেমায় কাজ করতে চাই। সেই থেকেই এই কাজটির সাথে যুক্ত হওয়া। এই ছবিটিতে আমি দ্বৈত নায়িকা ও খল চরিত্রে অভিনয় করছি। এখনও ছবিটির জন্য সেরকম প্রস্তুতি নেওয়া হয় নি। তবে এখন সময় পেয়েছি চরিত্রের জন্য আলাদা প্রস্তুতি নেব। আর যেহেতু অ্যাকশন ছবি আর আমাদের ফাইটের জন্য যথেষ্ট শেখার সুযোগ নেই তারপরও যতটুকু সম্ভব নিজেকে প্রস্তুত করেই কাজটা শুরু করবো।’

তিনি আরও বলেন, ‘আমি আশাবাদী এবং স্বপ্নবিলাসী মানুষ। স্বপ্ন দেখতেই ভালোবাসি। মাঝখানে কিছুটা সময় গ্যাপ গিয়েছে আমার। আমার অনেক বাজে ছবি গিয়েছে, সুপার ডুপার ফ্লপও গিয়েছে। তাই এখন নতুন করে আবারও ভালো কাজ দিয়ে কামব্যাক করতে চাচ্ছি। এখন অনেক সিনেমা হল কমে গিয়েছে, জানিনা এরপর কি হবে! শুধু এটুকু জানি ভালো কাজ করে যেতে চাই। ভালো ভালো সিনেমা হলে দর্শকরা এমনিতেই হলে আসবে। ভালো ছবি করে আমি কোন অ্যাওয়ার্ড নিতে চাই না, আমি চাই সিনেমা হলের টিকিট কাউন্টারের সামনে দর্শকদের লম্বা লাইন।’

মাহি বলেন, ‘এখন সময় অনেকটা এগিয়েছে। দর্শকরাও অনেক এগিয়ে গিয়েছে। আগে শুধু সিনেমা দেখার জন্য হল আর বিটিভি ছিল। কিন্তু এখন মুঠোফোনের মধ্যেই সব পেয়ে যাচ্ছি আমরা। ইউটিউব, নেটফ্লিক্স, আইফ্লিক্সে সিনেমা দেখতে পারছি। অথচ আগে আমি যখন স্কুলে পড়তাম তখন শুক্রবার হলেই বিটিভি খুলে বসে থাকতাম সিনেমার জন্য। সিনেমা দেখার সময় কি কি খাব সেটা ভাবতাম। আর এখন তো সেসময় নেই। আমাকে যখন এখন বান্ধবীরা বলে যে তোর সিনেমা আইফ্লিক্সে আসবে কবে? তখন আমার ইচ্ছে করে তাদের ঝাটা মারি। সেজন্য দর্শকদের হলে আগ্রহী করে তুলার জন্য ভালো সিনেমা খুব জরুরী।’

‌শিগ‌গির সি‌নেমা‌টির শু‌টিং শুরু হবে ব‌লে জানান নির্মাতা।

মহরত অনুষ্ঠানে বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন প্র‌যোজক স‌মি‌তির সভাপ‌তি খোর‌শেদ আলম খসরু, চল‌চ্চিত্র প‌রিচালক স‌মি‌তির সভাপ‌তি মুশ‌ফিকুর রহমান গুলজার, শিল্পী স‌মি‌তির সভাপ‌তি মিশা সওদাগর, প্র‌যোজক প‌রিদর্শক স‌মি‌তির সাধারণ সম্পাদক শামসুল আলম, খ্যা‌তিমান নির্মাতা জা‌কির হো‌সেন রাজু প্রম‌ুখ।

বাংলাদেশ জার্নাল/আইএন/কেআই

  • সর্বশেষ
  • পঠিত