ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২১ মিনিট আগে
শিরোনাম

বাংলা গানের লাইন ‘চুরি’, রোষের মুখে বাদশা

বাংলা গানের লাইন ‘চুরি’, রোষের মুখে বাদশা

বিখ্যাত র‍্যাপার বাদশা আর জ্যাকুলিন ফার্নান্ডেজ অভিনীত ‘গেন্দা ফুল’ গানটি বর্তমানে ভারতে ইউটিউবে এক নম্বর ট্রেন্ডিং চলছে। তবে গানটিতে কোন অনুমতি ছাড়াই ব্যবহার করা হয়েছে বাংলা গানের দুইটি লাইন ‘বড়লোকের বিটি লো/লম্বা লম্বা চুল; এমন মাথা বিন্ধে দিব/লাল গেন্দা ফুল৷’

এইখানেই বাদশার বিরুদ্ধে সরব সোশ্যাল মিডিয়া। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা এমন খবর প্রকাশ করেছে।

জানা যায়, ১৯৭৬ সালে গানটির রেকর্ডিং করেন স্বপ্না চক্রবর্তী৷ অশোকা রেকর্ড কোম্পানির সেই গান লোকের মুখে মুখে ফিরতে শুরু করে৷ জেতে গোল্ডেন ডিস্ক পুরস্কারও। এই গানের রচয়িতা রতন কাহার।

সংগীতশিল্পী লোপামুদ্রা মিত্র বলেন, আমি লোকগানের মানুষ নই, কিন্তু যথেষ্ট সম্মান দিয়ে এই লোকগান গাই। এই লোকগান নিয়ে কেউ ব্যবসা করছে দেখলে খুব খারাপ লাগে। এই রতন কাহার, স্বপ্না চক্রবর্তীর মতো শিল্পীরা খুব অসহায় অবস্থায় দিন কাটিয়েছেন। এই ‘গেন্দা ফুল’ গানে তাদের স্বীকৃতি জানানো হয়নি বলে যে মানুষ এর বিরোধিতা করছেন এই বিষয়টা অন্তত আশাজনক।

অনেকেই মনে করছেন, কোনও ক্রেডিট ছাড়াই ‘বড়লোকের বিটি লো’ গানের বিখ্যাত দুই লাইন কার্যত চুরি করা হয়েছে। গানের রচয়িতার নাম দেখা গেল বাদশা।

বাংলাদেশ জার্নাল/কেআই

  • সর্বশেষ
  • পঠিত