ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

নাটকের শুটিং বন্ধের সময় বাড়লো

  বিনোদন ডেস্ক

প্রকাশ : ৩০ মার্চ ২০২০, ১৪:৫৩

নাটকের শুটিং বন্ধের সময় বাড়লো

করোনাভাইরাস এখন বিশ্বব্যাপী আতঙ্কের নাম। দেশেও এর প্রভাব পড়েছে। ধারণ করছে মহামারীরূপে। এমন পরিস্থিতিতে ২২ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত সব ধরনের টিভি নাটকের শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল নাটকের সংগঠনগুলো।

সেই সময়সীমার পর এবার সেই শুটিং বন্ধের সময় ৪ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে বলে নিশ্চিত করেছেন ডিরেক্টরস গিল্ডের সভাপতি সালাহউদ্দিন লাভলু।

তিনি বলেন, টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ডিরেক্টর গিল্ড, শিল্পী সংঘের প্রতিনিধিদের আমরা মিটিং করে এই সিদ্ধান্ত নিয়েছি। সারাদেশে সাধারণ ছুটি ৪ এপ্রিল পর্যন্ত। সেকারণে আমরা ৩১ মার্চ থেকে বাড়িয়ে ৪ এপ্রিল পর্যন্ত শুটিং স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি।

এরপর দেশের পরিস্থিতি ও সরকারের সিদ্ধান্তের ভিত্তিতে আমরা শুটিং শুরুর তারিখ জানাতে পারবো।

আইএন

  • সর্বশেষ
  • পঠিত