ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

করোনায় মারা গেলেন ড. মাহফুজুর রহমানের জামাতা

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০১ এপ্রিল ২০২০, ১৩:২৯

করোনায় মারা গেলেন ড. মাহফুজুর রহমানের জামাতা

বিশ্বব্যাপী করোনাভাইরাস এখন আতঙ্কের নাম। প্রতিনিয়ত মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। আমেরিকায় এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে ৩ হাজার ১৬৫ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৪ হাজার ২৫৩ জন। নিউইয়র্ক রাজ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন।

এবার সেই করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের জামাতা জাবেদ আলম। তিনি নিউইয়র্কের কুইন্স হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। নিউইয়র্ক থেকে তার সহকর্মী মোসলেহ উদ্দিন এ খবর জানিয়েছেন।

জাবেদ আলম ড. মাহফুজুর রহমানের মেয়ে মারুফা রহমানের স্বামী। তিনি স্ত্রীসহ নিউইয়র্কে থাকতেন। জানা গেছে, কয়েকদিন আগে জাবেদ আলম অসুস্থ হলে তাকে কুইন্স হাসপাতালে ভর্তি করা হয়। তাকে সেখানে আইসোলেশনে রাখা হয়। দিন দিন তার অবস্থা অবনতি হতে থাকে। সোমবার তার মৃত্যু হয়।

এদিকে সবশেষ খবর পাওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায় ৩ হাজার ৭৭৪ জনের মৃত্যু হয়েছে। প্রসঙ্গত, গত ডিসেম্বরে চীনের উহানে করোনাভা’ইরাসের উৎপত্তি হয়। এখন পর্যন্ত এই ভাইরাসের প্রতিষেধক তৈরি করা যায়নি।

আইএন

  • সর্বশেষ
  • পঠিত