ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৯ মিনিট আগে
শিরোনাম

এক গানে দুই বাংলার তারকাশিল্পী

  বিনোদন ডেস্ক

প্রকাশ : ০২ মে ২০২০, ১৩:৪৩

এক গানে দুই বাংলার তারকাশিল্পী

'বাংলা হাসবে, বিশ্ব হাসবে' শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন দুই বাংলার শিল্পীরা। করোনা সচেতনতায় বাংলা ভাষাভাষী মানুষকে সচেতন করতে গানটি গাওয়ার পাশাপাশি এর ভিডিওতেও হাজির হয়েছেন দুই বাংলার অনেক তারকা অভিনয়শিল্পী।

সেই গানে কণ্ঠ দিয়েছেন আসিফ আকবর, ইমরান মাহমুদুল, ভারতের কলকাতা থেকে কুমার শানু, অভিজিৎ ও শ্রী প্রীতম। গানটির গীতিকার ও সুরকার প্রীতম। গানটির জন্য সংগীত আয়োজন করেছেন বাংলাদেশের এমএমপি রনি। সংগীত সমন্বয় করেছেন প্রীতম ও ইমরান মাহমুদুল।

ছোট ও বড় পর্দার তারকা, কণ্ঠশিল্পী, সংগীত পরিচালক ও খেলোয়াড় মিলে ১৯ জন তারকা গানটির ভিডিওতে অংশ নিয়েছেন। এতে অংশ নিয়েছেন ভারতের বাপ্পি লাহিড়ী, পূর্ণিমা শ্রেষ্ঠা, ঋতুপর্ণা সেনগুপ্ত, অঙ্কুশ, শ্রাবন্তী চ্যাটার্জি, শ্যাম বরণ ব্যানার্জি, সোহম, ওম, বাংলাদেশের চঞ্চল চৌধুরী, বাপ্পি চৌধুরী, দেবাশীষ বিশ্বাস, লক্ষ্মীরতন শুক্লা, আনিসুর রহমান মিলন, ইমন, পার্থ সারথি, আবু হেনা রনি, জেমি ইয়াসমিন ও শাদাব হাশমি।

গত সোমবার সন্ধ্যায় কলকাতার গ্রিবস মিউজিক বাংলা ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে গানের ভিডিওটি।

ইমরান বলেন, মরণব্যাধি করোনাভাইরাস সারা পৃথিবীর মানুষের কাছে আতঙ্ক। আমাদের দুই বাংলাও ভাইরাসটির সঙ্গে লড়ছে। তাই বাংলা ভাষাভাষী দুই দেশের মানুষকে সচেতন করতে এই গানটি করা। গানটির জন্য কাজ করতে পেরে ভালো লাগছে।'

আইএন

  • সর্বশেষ
  • পঠিত