ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

জায়েদ খানকে চলচ্চিত্রের ১৮ সংগঠনের বয়কট ঘোষণা

  বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ১৪ জুলাই ২০২০, ১৯:৫৫

জায়েদ খানকে চলচ্চিত্রের ১৮ সংগঠনের বয়কট ঘোষণা

চলচ্চিত্রের নানা ‘স্বার্থ বিরোধী কর্মকাণ্ডের’ সঙ্গে জড়িত চিত্রনায়ক ও প্রযোজক জায়েদ খান। এমন অভিযোগ এনে তাকে বয়কটের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি, পরিচালক সমিতিসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৮ সংগঠন।

মঙ্গলবার বিকাল ৪টায় প্রযোজক সমিতির কার্যালয়ে ১৮ সংগঠনের প্রতিনিধিদের নিয়ে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে গণমাধ্যমকে জানান প্রযোজক সমিতির সহকারী সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল।

বৈঠকে চলচ্চিত্র শিল্পী সমিতি ছাড়া বাকি সংগঠনগুলোর মধ্যে চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন, সভাপতি মুশফিকুর রহমান গুলজারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সেইসাথে একই অভিযোগে চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও অভিনেতা মিশা সওদাগরকে সতর্ক করে বুধবার চিঠি পাঠানো হবে বলেও জানান ইকবাল।

বুধবার ‍দুপুর ১টায় এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানান প্রযোজক সমিতির সাধারণ সম্পাদক শামসুল আলম।

আইএন/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত