ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

এবার ইউটিউব চ্যানেল খুললেন সিয়াম

  বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ৩০ জুলাই ২০২০, ১৭:০৩  
আপডেট :
 ৩০ জুলাই ২০২০, ১৭:০৯

এবার ইউটিউব চ্যানেল খুললেন সিয়াম

যুগ পাল্টেছে। সময়ের সাথে সাথে বদলেছে অনেক কিছুই। ইন্টারনেটের অভাবনীয় বিস্তৃতির কারণে পৃথিবী এখন হাতের মুঠোয়। অসংখ্য ভিডিও ওয়েবসাইটের মধ্যে ‘ইউটিউব’ এখন অন্যতম বিনোদন মাধ্যম। ভিউয়ের সংখ্যা কিংবা মতামতের বার্তা সবই এখানে বিদ্যমান। তথ্যসহ ভিডিও প্রকাশের ফলে এ অনলাইন মাধ্যমটিতে সরব হচ্ছে অনেকেই। এ ক্ষেত্রে বিনোদন জগতের অভিনয়শিল্পীরাও পিছিয়ে নেই। কাজের আপডেট, শুটিং দৃশ্য, ব্যক্তিগত খুঁটিনাটি সবাই শেয়ার করছেন ভক্তদের সঙ্গে।

অন্যান্য অনেক তারকার মত এবার সেই পথেই হাটলেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। অবশেষে খুলেই ফেললেন নিজের অফিশিয়াল ইউটিউব চ্যানেল। চ্যানেলের নাম রেখেছেন নিজের নামেই ‘সিয়াম আহমেদ’। আগামী ১লা আগস্ট ঈদুল আযহার দিন একটি স্পেশাল ভিডিও আপলোডের মধ্য দিয়ে চ্যানেলটির যাত্রা শুরু করতে যাচ্ছেন এই নায়ক।

চিত্রনায়ক সিয়াম আহমেদ বলেন, দিন দিন সবকিছুই আপডেট হচ্ছে, মানুষের চিন্তা ধারার পরিবর্তন হচ্ছে। আধুনিকায়নের যুগ মানেই এখন ইন্টারনেটের যুগ। ইন্টারনেট ছাড়া এখন কিছুই কল্পনা করা যায়না। সেসব কিছু চিন্তা করেই নতুন এই পথে হাটা শুরু করতে যাচ্ছি বলা যায়। ঈদের দিন একটি বিশেষ ‘কন্টেন্ট’ প্রকাশের মধ্য দিয়ে আমার চ্যানেলের কার্যক্রম শুরু করতে যাচ্ছি। ইচ্ছে ছিলো সবাইকে আমন্ত্রণ জানিয়ে একটা সুন্দর আয়োজনের মধ্য দিয়ে নতুন এই পথচলার বিষয়টি জানাতে, কিন্তু সময় ও পরিস্থিতির কারণে সেটি আর সম্ভব হয়ে উঠেনি। তবে আমার এই পথচলায় সবাইকে আমার পাশে চাই।

তিনি আরও বলেন, আমরা যারা শিল্পী তাঁদের সব কাজই বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রকাশ পায়। সেখানে আমাদের কাজগুলো দেখতে পায় দর্শকরা। আমার এই চ্যানেলটিতে থাকবে একেবারেই ভিন্ন কিছু। বলতে গেলে ‘বিহাইন্ড দ্য ক্যামেরা’ অর্থাৎ ক্যামেরার সামনে আমরা অনেক সময় অনেক কিছু বলতে পারি না। সেগুলো থাকবে এখানে। এখানে শুরুর দিকে থাকবে আমার জীবনের গল্প, আমার ক্যারিয়ারের পেছনের গল্প। এছাড়াও থাকবে অনেক তথ্য যেসব দর্শকরা আমার কাছে সবসময় জানতে চান। আমরা কিভাবে কাজ করি, কাজ করতে গেলে কি কি ফেইস করতে হয়, কি কি জানতে হয় এরকম সমস্ত তথ্য। একেবারেই ‘র’; সব কথা হবে ফিল্টার ছাড়া। দর্শকরা আমার কাছে যা যা জানতে চান তাঁর সবই থাকবে, এক কথায়। অনেকেই সাজেশন চান, অভিনয় করতে গেলে কি কি করতে হয়! সেসব সাজেশন নিয়েও থাকবে আমার কন্টেন্ট।

শুধু আমার পার্সোনাল লাইফ নয়, এখানে থাকবে আরও বিশেষ চমকও। আমার চ্যানেল থেকে প্রযোজনা করবো। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, ওয়েব কন্টেন্ট, নাটক সবকিছুই করার চিন্তাভাবনা নিয়েই কাজ করতে চাই। আমার প্রযোজনায় কাজ করবেন অন্যান্য শিল্পীরা- যোগ করেন সিয়াম আহমেদ।

অভিনয়শিল্পীদের অনেকেই এখন ইউটিউব চ্যানেল খুলেছেন। নিজেদের কাজের পাশাপাশি কাজ করছেন চ্যানেল নিয়ে। সেই তালিকায় রয়েছেন শাকিব খান, অনন্ত জলিল, মেহজাবীন চৌধুরী, তানজিন তিশা, সাফা কবির, ইমরান মাহমুদুল, কনা, অর্চিতা স্পর্শিয়া, বিদ্যা সিনহা মিমসহ আরও অনেকে।

উল্লেখ্য, করোনা পরিস্থিতির কারণে ঘরবন্দি সময় কাটাচ্ছেন সিয়াম আহমেদ। এরমধ্যে কোন কাজে অংশ নেননি। এই মুহুর্তে তাঁর হাতে রয়েছে ৬টি সিনেমা ‘শান’, ‘বিশ্ব সুন্দরী’, ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’, ‘ইত্তেফাক’, ‘অপারেশন সুন্দরবন’, ‘স্বপ্নবাজী’।

আইএন

  • সর্বশেষ
  • পঠিত