ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

সুশান্ত মৃত্যুর তদন্ত সিবিআইতে হস্তান্তর

  বিনোদন ডেস্ক

প্রকাশ : ০৫ আগস্ট ২০২০, ১৬:২৯  
আপডেট :
 ০৫ আগস্ট ২০২০, ১৬:৩২

সুশান্ত মৃত্যুর তদন্ত সিবিআইতে হস্তান্তর

অবশেষে বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত করতে যাচ্ছে সিবিআই। বুধবার ভারতের সুপ্রিম কোর্ট থেকে এমন আদেশই দেওয়া হয়।

সুশান্তের মৃত্যুর তদন্ত করুক সিবিআই, এমনই আবেদন জানিয়ে মঙ্গলবার (৪ আগস্ট) কেন্দ্রের কাছে আরজি জানিয়েছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। সেই আবেদন মেনে বুধবার (৫ আগস্ট) সুশান্তের মৃত্যুর তদন্ত সিবিআই-এর হাতে তুলে দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ভারতের সলিসিটার জেনারেল তুষার মেহতা সুপ্রিম কোর্টকে জানায়, বিহার সরকার সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলায় সিবিআই তদন্ত শুরু করার যে আবেদন করেছিলেন সেই অনুরোধ গ্রহণ করেছে কেন্দ্র।

গত ১৪ জুন মুম্বাইয়ের বান্দ্রার নিজের ফ্ল্যাটে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন সুশান্ত সিং রাজপুত। এরপর প্রায় মাস খানেক ধরে তার আত্মহত্যার তদন্ত করছে মুম্বাই পুলিশ।

এরপর কিছুদিন আগে সুশান্তের বাবা কেকে সিং প্রয়াত এই তারকার প্রেমিকা রিয়া চক্রবর্তী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিহারে একটি মামলা দায়ের করেন। সেই মামলার ভিত্তিতে এখন বিহার পুলিশও সুশান্তের মৃত্যুর তদন্ত শুরু করেছে।

আইএন

  • সর্বশেষ
  • পঠিত