ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

শেষ শ্রদ্ধা জানাতে এফডিসিতে আলাউদ্দিন আলীর মরদেহ

  বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ১০ আগস্ট ২০২০, ১৫:১০

শেষ শ্রদ্ধা জানাতে এফডিসিতে আলাউদ্দিন আলীর মরদেহ

সোমবার বেলা আড়াইটায় কিংবদন্তি সুরকার ও গীতিকার আলাউদ্দিন আলীর মরদেহ এফডিসিতে প্রবেশ করে। শেষবারের মত এখানে তিনি এলেন নিথর দেহ হয়ে।

এফডিসির জহির রায়হান কালার ল্যাবের সামনে দুপুর পৌনে ৩টায় তাঁর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। স্বজন-সুহৃদ ও শিল্পীরা তাকে শেষ শ্রদ্ধা জানানোর পাশাপাশি সেখানে তাকে মুক্তিযোদ্ধা হিসেবে গার্ড অব অনার দেওয়া হয়।

এর আগে সকালে তাঁর মরদেহ প্রথমে বনশ্রীর বাসায় নেওয়া হয়। সেখানে বিটিভির সহকর্মীবৃন্দ ও এলাকাবাসীর জন্য তাকে রাখা হয় সকাল সাড়ে ১১টা থেকে ১২টা পর্যন্ত। এরপর নেওয়া হয় খিলগাঁওয়ে আলাউদ্দিন আলির আদি বাড়িতে। সেখানে তাকে শেষবার দেখেন শিল্পীর প্রথম স্ত্রী মনোয়ারা বেগম ও অন্যান্য স্বজনরা।

বাদ যোহর খিলগাঁও তালতলা মোড়ে নূর-এ-বাগ জামে মসজিদে জানাজা শেষে তাকে নিয়ে আসা হয়েছে এফডিসিতে। এখানে জানাজা ও শেষ শ্রদ্ধা শেষে তাকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।

রোববার (০৯ আগস্ট) বিকেল ৫টা ৫০ মিনিটে রাজধানী মহাখালীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আলাউদ্দিন আলী। এরপর রাতে তার মরদেহ রাখা হয় বারডেম হাসপাতালের হিমঘরে।

আইএন

  • সর্বশেষ
  • পঠিত