ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪৬ মিনিট আগে
শিরোনাম

প্রোপাগান্ডার প্রতিবাদ: ফেসবুক ও ইনস্টাগ্রাম বন্ধ রাখছেন তারকারা

  বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২০, ১১:৫১  
আপডেট :
 ১৭ সেপ্টেম্বর ২০২০, ১৪:১৪

প্রোপাগান্ডার প্রতিবাদ: ফেসবুক ও ইনস্টাগ্রাম বন্ধ রাখছেন তারকারা

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইন্সটাগ্রামের মাধ্যমে পুরো বিশ্বই এখন হাতের নাগালে। বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তের খবর নেওয়া যাচ্ছে দ্রুতই। কিন্তু এই মাধ্যমে নানারকম ভুল তথ্য,বিদ্বেষমূলক বক্তব্য, প্রোপাগান্ডা ছড়ানো নিয়ে প্রতিবাদ ঘোষণা করেছেন বিশ্বের সেরা তারকারা।

এমন ব্যবস্থাপনা নীতির প্রতিবাদ জানিয়ে নিজ ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ রাখবেন বলে জানিয়েছেন মার্কিন রিয়ালিটি টিভি তারকা কিম কার্দাশিয়ান ওয়েস্ট। শুধু কিম একাই নন, ফেসবুকের বিরুদ্ধে প্রতিবাদে নিজ নিজ অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত জানিয়েছেন, লিওনার্দো ডিক্যাপ্রিও, জেনিফার লরেন্স, অরলান্ডো ব্লুম, কেরি ওয়াশিংটন, সাশা ব্যারন কোহেনসহ আরও অনেক তারকা।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ভুল তথ্য ও বিদ্বেষমূলক বক্তব্য প্রশ্নে বুধবার থেকে ফেসবুকের বিরুদ্ধে শুরু হয়েছে এ প্রতিবাদ।

গেল মঙ্গলবার একাধিক সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে প্রকাশিত এক পোস্টে কিম কার্দাশিয়ান লিখেছেন, আমার খুবই ভালো লাগে আপনাদের সঙ্গে সরাসরি ইনস্টাগ্রাম ও ফেইসবুকের মাধ্যমে সংযুক্ত হতে, কিন্তু এই প্ল্যাটফর্মগুলো যখন বিদ্বেষ, প্রপাগান্ডা এবং ভুল তথ্য ছড়ানোতে অনুমোদন দেয়, তখন চুপ করে বসে থাকতে পারি না।

সেখানে তিনি আরও বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যাওয়া ভুল তথ্য আমাদের নির্বাচনে গুরুতর প্রভাব ফেলে এবং আমাদের গণতন্ত্রকে খাটো করে। দয়া করে আমার সঙ্গে যোগ দিন আগামীকাল, যখন আমি ফেসবুককে ‘হ্যাশট্যাগ স্টপ হেইট ফর প্রফিট’ বলার জন্য আমার ইনস্টাগ্রাম ও ফেইসবুক অ্যাকাউন্ট বন্ধ করে দেবো।

এর আগে জুলাইয়ে নাগরিক অধিকার গ্রুপ একত্রিত হয়ে ফেসবুকের বিরুদ্ধে বিজ্ঞাপন বয়কট ক্যাম্পেইন শুরু করে। ওই সময়েই কোকা-কোলা, নাইকি, হার্শিজ এর মতো বড় বড় প্রতিষ্ঠান তাতে সাড়া দিয়েছিল। সোমবার ওই ক্যাম্পেইনের পক্ষ থেকে প্রতিষ্ঠান ও তারকাদেরকে আহবান জানানো হয় প্রতিবাদ করার জন্য, বুধবার ২৪ ঘন্টার জন্য অ্যাকাউন্ট বন্ধ রাখতে বলেছেন আয়োজকরা।

বাংলাদেশ জার্নাল/ আইএন

  • সর্বশেষ
  • পঠিত