ঢাকা, বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১ আপডেট : ৩ ঘন্টা আগে
শিরোনাম

প্রতিদিন ব্রাউনি খাচ্ছেন প্রিয়াঙ্কা

  বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২০, ১৩:৩০

প্রতিদিন ব্রাউনি খাচ্ছেন প্রিয়াঙ্কা

কলকাতার নামী প্রযোজনা সংস্থা এসকে মুভিজের ব্যানারে নির্মিত হচ্ছে ‘অনুসন্ধান’ সিনেমা। এটি পরিচালনা করছেন কমলেশ্বর মুখার্জি। বর্তমানে লন্ডনে ছবিটির শুটিং চলছে। সেখানে এরইমধ্যে শুটিংয়ে অংশ নিয়েছেন ছবিটির অভিনয়শিল্পী পায়েল সরকার, প্রিয়াঙ্কা সরকার, চূর্ণী, ঋদ্ধি, জয়দীপ প্রমুখ। প্রতিদিন প্রায় ভোর ৪টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা শুটিং চলছে। সেই ফাঁকে চলছে আড্ডাবাজিও।

ছবির এক নায়িকা প্রিয়াঙ্কা সরকার লকডাউনের পর প্রথম কাজ শুরু করলেন এই ছবি দিয়ে। শুধু তাই নয়, তার স্বপ্নের শহর লন্ডনে হওয়ায় আরও বেশি উচ্ছ্বসিত তিনি। তিনি বলেন, ছোটবেলা থেকেই আমি স্বপ্নের শহর বলতে বুঝি লন্ডন। কোনওদিন যাওয়া হয়নি। তবে এবার তো ঘুরাঘুরি হল না তেমন। সহজকে নিয়ে আসবো সামনে। ফোনে বলেছি ওকে সব।

হোটেল থেকে শুটিং স্পটে যাওয়ার দেড় ঘণ্টা ড্রাইভেই লন্ডনকে চিনছেন প্রিয়াঙ্কা। উপভোগ করছেন ইংলিশ ব্রেকফাস্ট। তার কথায়, এখানে এসে ডায়েট থেকে দূরে রাখছি নিজেকে। লন্ডনে শুট করব, আর ব্রাউনি খাব না! এটা হতে পারে না। চারদিক বেশ ফাঁকা ফাঁকা, সব মানুষ যে মাস্ক পরে ঘুরছেন তা নয়। আমাদের দেশে তো সবাই এখন মাস্ক পরে।

বাংলাদেশ জার্নাল/আইএন

  • সর্বশেষ
  • পঠিত