ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৩ মিনিট আগে
শিরোনাম

এবার কঙ্গনাকে পুলিশের তলব

  বিনোদন ডেস্ক

প্রকাশ : ২২ অক্টোবর ২০২০, ১৮:০৯

এবার কঙ্গনাকে পুলিশের তলব

গেল সপ্তাহে বোম্বে হাইকোর্টে ধর্মীয় বিভেদ সৃষ্টির অভিযোগে মামলা দায়ের হয় বলিউশড অভিনেত্রী কঙ্গনা রানাউত ও তার দিদির বিরুদ্ধে। সাথে সাথেই তাদের দুজনের বিরুদ্ধে আদালত থেকে এফআইআর–এর নির্দেশ জারি হয়। আগামী ২৬ ও ২৭ অক্টোবর কঙ্গনা এবং তার দিদি রঙ্গোলিকে জেরার জন্য তলব করেছে মুম্বাই পুলিশ। এই মামলার আবেদনকারী সাহিল আশরাফ আলি সৈয়দ, বলিউডের একজন কাস্টিং ডিরেক্টর। রাম গোপাল ভার্মা, নাগার্জুনা এবং সঞ্জয় গুপ্তার মতো পরিচালকের সঙ্গে কাজ করেছেন তিনি।

তিনি তার আবেদনপত্রে জানিয়েছেন, ‘‌কঙ্গনা খুব ভাল করেই জানেন যে তার একটি জনপ্রিয়তা আছে এবং তার একেকটি টুইট কয়েক লক্ষ মানুষের কাছে পৌঁছায়। তাও তিনি এমন কিছু টুইট করেন, যা সাধারণ মানুষের মনে বিভেদ সৃষ্টি করছে। সাক্ষাৎকার ও টুইটারের মাধ্যমে ক্রমাগত দু’‌টি সম্প্রদায়ের মধ্যে ভেদাভেদ তৈরি করেন।’‌

এছাড়াও তিনি উল্লেখ করেছেন, কীভাবে বিএমসি–কে ‘‌বাবর সেনা’‌ বলে সাম্প্রদায়িক মন্তব্য করেছিলেন তিনি। হিন্দু শিল্পী ও মুসলিম শিল্পীদের সম্পর্কে ভিন্ন বক্তব্য দেন। আবেদনের শুনানিতে মুম্বাই আদালত মুম্বাই পুলিশকে এ বিষয়ে পদক্ষেপ করতে নির্দেশ দিয়েছে। জানিয়েছে, ‘‌অভিনেতা এবং তাঁর দিদি রঙ্গোলি চান্দেলের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধি কোডের (সিআরপিসি) আওতায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও তদন্ত শুরু করা হোক।’‌

বাংলাদেশ জার্নাল/আইএন

  • সর্বশেষ
  • পঠিত