ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

যে পুরুষ মানুষীর কাছে আবেদনময়ী

যে পুরুষ মানুষীর কাছে আবেদনময়ী

দীর্ঘ ১৭ বছর পর ভারতের ঘরে আবারও বিশ্বসুন্দরীর মুকুট প্রবেশ করেছে। সেটা হচ্ছে ২০১৭ সালের বিশ্বসুন্দরীর খেতাব। আর তা আসে মানুষী ছিল্লারের হাত ধরে। তিরি এখন নক্ষত্রখচিত ব্যক্তিত্বের তালিকায়। তাইতো তার পছন্দ–অপছন্দ, কেরিয়ার, পরিবার–সহ নানা বিষয়ে কৌতূহলী হয়ে উঠেছে তামাম দুনিয়া।

ভারতের গণমাধ্যমে উঠে এসেছে মানুষী ছিল্লারের জীবন কাহিনী। ১৯৯৭ সালের ১৪ মে হরিয়ানায় জন্ম এই বিশ্বসুন্দরীর। উচ্চতা ৫ ফুট ৮ ইঞ্চি। মানুষী সোনিপতে ভগৎ ফুল গভর্নমেন্ট মেডিক্যাল কলেজের ছাত্রী। নয়াদিল্লির সেন্ট থমাস স্কুল থেকে সর্বভারতীয় সিবিএসসির দ্বাদশ শ্রেণিতে ইংরেজিতে প্রথম হন মানুষী। বিশ্বের ১২১ জন প্রতিযোগীকে পিছনে ফেলে বিশ্বসুন্দরী খেতাব জিতে নেন এই বছরের ফেমিনা মিস ইন্ডিয়ার।

তার ধারণা বলিউডের হৃত্বিক রোশনই সবচেয়ে সেক্সি পুরুষ। আর সব থেকে পছন্দের অভিনেতার তালিকায় আছেন হলিউডের হাগ জ্যাকম্যান এবং লিওনার্দো ডিক্যাপ্রিয়। তবে তার কাছে সেরা সিনেমা আমির খান অভিনীত দঙ্গল।

মানুষীর বাবা মিত্রবসু ছিল্লার পেশায় বিজ্ঞানী। আর মা ড. নীলাম ছিল্লার। একজন নিউরোকেমিস্ট্রির অধ্যাপক।

জেডএইচ/

  • সর্বশেষ
  • পঠিত