ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

ষাটোর্ধ্ব নায়ক বাপ্পি!

  বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২০, ১৭:১৬

ষাটোর্ধ্ব নায়ক বাপ্পি!
বাপ্পি চৌধুরী

চিরচেনা তরুণের বাইরে এক নতুন বেশে দেখা গেলো চিত্রনায়ক বাপ্পি চৌধুরীকে। নিজের পেইজে সদ্য কিছু ছবি প্রকাশ করেন এই নায়ক। সেই ছবিতে তাকে চিনতে একটু অসুবিধা হবে বৈকি!

ছবিতে দেখা যায়, মুখভর্তি সাদা দাড়ি ও গোঁফ। মাথার সবগুলোও চুল সাদা ধবধবে। সাদা-কালো চেকের শার্ট। চোখে মোটা ফ্রেমের চশমা। প্রথম দেখাতে যে কেউ মনে করবে ষাটোর্ধ্ব কোনো বৃদ্ধ। কোনো রিটায়ার্ডপ্রাপ্ত মানুষ। এমনই এক লুক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা দিলেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী।

জানা যায়, একটি সিনেমার চরিত্রের প্রয়োজনে তাকে বৃদ্ধ সাজতে হয়েছে। ছবিটি তার ভক্তদের যেমন মুগ্ধ করেছে তেমনি একঘেঁয়ে অভিনয়ে যারা আপত্তি তুলেন তেমন সমালোচকরাও প্রশংসা করছেন বাপ্পির।

বাপ্পি ‘প্রিয় কমলা’ নামের নতুন সিনেমার জন্য এমন লুকে হাজির হয়েছেন। এই ছবিতে বাপ্পির সঙ্গে জুটিবদ্ধ হয়েছেন অপু বিশ্বাস।ছবিটি পরিচালনা করছেন শাহরিয়ার নাজিম জয়। এর আগে এই জুটি শেষ করেছেন ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ ছবির কাজ, যেটি পরিচালনা করেছেন দেবাশীষ বিশ্বাস।

বাংলাদেশ জার্নাল/আইএন

  • সর্বশেষ
  • পঠিত