ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

যারা পাচ্ছেন ২০১৯ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার

  বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২০, ১৬:০২  
আপডেট :
 ০৩ ডিসেম্বর ২০২০, ১৬:০৯

যারা পাচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার

সকল অপেক্ষার অবসান ঘটিয়ে এলো জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ঘোষণা। তথ্য মন্ত্রণালয় ২০১৯ সালের পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে ৩ ডিসেম্বর, বৃহস্পতিবার। জানা গেলো, ২০১৯ সালের চলচ্চিত্রে বিভিন্ন বিভাগে সেরাদের নাম।

সেই সঙ্গে জানা গেলো, সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ীদের নাম। ঘোষণা অনুযায়ী ২০১৯ সালের সেরা চলচ্চিত্র যৌথভাবে নির্বাচিত হয়েছে ‘ন ডরাই’ এবং ‘ফাগুন হাওয়ায়’।

চলচ্চিত্রে বিভিন্ন অবদানের জন্য তথ্য মন্ত্রাণালয় চলচ্চিত্র অধিশাখা ২০১৯ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করেছে। কারা পাচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন এক নজরে দেখে নিন।

২০১৯ সাল

আজীবন সম্মাননা : মাসুদ পারভেজ (সোহেল রানা) ও কোহিনুর আক্তার সুচন্দা

শ্রেষ্ঠ চলচ্চিত্র : ‘ন ডরাই’ ও ‘ফাগুন হাওয়ায়’

শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র : যা ছিলো অন্ধকারে (বাংলাদেশ টেলিভিশন)

শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক : তানিম রহমান অংশু (ন ডরাই)

শ্রেষ্ঠ অভিনেতা প্রধান চরিত্রে : তারিক আনাম খান (আবার বসন্ত)

শ্রেষ্ঠ অভিনেত্রী প্রধান চরিত্রে : সুনেরাহ বিনতে কামাল (ন ডরাই)

শ্রেষ্ঠ অভিনেতা পার্শ্ব চরিত্রে : ফজলুর রহমান বাবু (ফাগুন হাওয়ায়)

শ্রেষ্ঠ অভিনেত্রী পার্শ্ব চরিত্রে : নার্গিস আক্তার (মায়া- দ্য লস্ট মাদার)

শ্রেষ্ঠ অভিনেতা/অভিনেত্রী খল চরিত্রে : জাহিদ হাসান (সাপলুডু)

শ্রেষ্ঠ শিশু শিল্পী : নাইমুর রহমান আপন (কালো মেঘের ভেলা), আফরিন আক্তার (যদি একদিন)

শ্রেষ্ঠ সংগীত পরিচালক : মোস্তাফুজুর রহমান চৌধুরী ইমন (মায়া- দ্য লস্ট মাদার)

শ্রেষ্ঠ নৃত্য পরিচালক : হাবিবুর রহমান (মনের মতো মানুষ পাইলাম না)

শ্রেষ্ঠ গায়ক : মৃণাল কান্তি দাশ (শাটল ট্রেন)

শ্রেষ্ঠ গায়িকা : মমতাজ (মায়া- দ্য লস্ট মাদার), ফাতিমা তুয যাহরা ঐশী (মায়া- দ্য লস্ট মাদার)

শ্রেষ্ঠ গীতিকার : নির্মলেন্দু গুণ (কালো মেঘের ভেলা), কবি কামাল চৌধুরী (মায়া- দ্য লস্ট মাদার)

শ্রেষ্ঠ সুরকার : প্লাবন কোরেশি (মায়া- দ্য লস্ট মাদার), তানভীর তারেক (মায়া- দ্য লস্ট মাদার)

শ্রেষ্ঠ কাহিনীকার : মাসুদ পথিক (মায়া- দ্য লস্ট মাদার)

শ্রেষ্ঠ চিত্র নাট্যকার : মাহবুব উর রহমান (ন ডরাই)

শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা : জাকির হোসেন রাজু (মনের মতো মানুষ পাইলাম না)

শ্রেষ্ঠ সম্পাদক : জুনায়েদ আহমদ হালিম (মায়া- দ্য লস্ট মাদার)

শ্রেষ্ঠ শিল্প নির্দেশক : মোহাম্মদ রহমতুল্লাহ বাসু (মনের মতো মানুষ পাইলাম না), ফরিদ আহমেদ (মনের মতো মানুষ পাইলাম না)

শ্রেষ্ঠ চিত্রগ্রাহক : সুমন কুমার সরকার (ন ডরাই)

শ্রেষ্ঠ শব্দগ্রাহক : রিপন নাথ (ন ডরাই)

শ্রেষ্ঠ পোশাক ও সাজসজ্জা : খন্দকার সাজিয়া আফরিন (ফাগুন হাওয়ায়)

শ্রেষ্ঠ মেকআপম্যান : মোঃ রাজু (মায়া- দ্য লস্ট মাদার)

বাংলাদেশ জার্নাল/আইএন

  • সর্বশেষ
  • পঠিত