ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩১ মিনিট আগে
শিরোনাম

তরুণীর অভিযোগ মিথ্যা, মামলা করবেন তৌসিফ

  ইমরুল নূর

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২১, ২১:৪৯  
আপডেট :
 ১৬ জানুয়ারি ২০২১, ২২:১৪

তরুণীর অভিযোগ মিথ্যা, মামলা করবেন তৌসিফ
ফাইল ছবি

‘আমি কেমন, এটা সবাই জানে। আর আমার কী টাকার এতই অভাব যে এমন ভিত্তিহীন কাজ করবো আমি। সেই তরুণী যিনি আমার নামে এই মিথ্যা অভিযোগ করেছেন, তার নামে এখন আমি মানহানির মামলা করবো ’- কথাগুলো বলছিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব।

তৌসিফ মাহবুব তার নাটকের অভিনেত্রী বানাবেন-এমন প্রলোভনে বিভিন্ন সময়ে শামসুন্নাহার কনা নামের এক তরুণীর কাছ থেকে ৫ লাখ টাকা নিয়েছেন বলে শনিবার রাজধানীর হাতিরঝিল থানায় জিডি করেছেন।

ফেসবুকে পরিচয়ের সুবাদে এই তরুণীর কাছ থেকে বিভিন্ন সময়ে টাকা নিয়ে তার যোগাযোগ বন্ধ করে দেন তৌসিফ-এমনটাই অভিযোগ কনার।

পুরো বিষয়টিকে ভিত্তিহীন দাবি করে তৌসিফ মাহবুব বাংলাদেশের জার্নালকে বলেন, আমার আইডি ভেরিফায়েড করা। কেউ যদি ভুল জায়গায় গিয়ে প্রতারণার শিকার হয় সেটা তো আমার দেখার বিষয় নয়। কিন্তু এখন আমি যে মানসিকভাবে ও সামাজিকভাবে হেনস্তার শিকার হচ্ছি, এই মিথ্যা অভিযোগের জন্য তার দায় কে নেবে?

আমি ওই তরুণীর বিরুদ্ধে মানহানির মামলা করবো। আমি সাইবার ক্রাইমের সঙ্গে এই বিষয়টি নিয়ে কথা বলেছি।

এই অভিনেতা আরো বলেন, ফেইক আইডির কারণে এরকম শুধু আমি না, অনেক তারকাই বিভিন্ন সময়ে বিভ্রান্তিতে পড়েছেন। এতে করে কতটা মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হয় সেটা শুধু আমরা জানি। আমি এর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি।

আরো পড়ুন: অভিনেতা তৌসিফের বিরুদ্ধে তরুণীর ৫ লাখ টাকা নেয়ার অভিযোগ

বাংলাদেশ জার্নাল/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত