ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১১ মিনিট আগে
শিরোনাম

মুক্তি পেলো ‘ট্রল’, যেভাবে দেখবেন

  বিনোদন ডেস্ক

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২১, ১৮:০৩

মুক্তি পেলো ‘ট্রল’, যেভাবে দেখবেন

সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তি পেলো সিনেমা ‘ট্রল’। সাইবার বুলিংয়ের ঘটনা নিয়ে নির্মিত এই সিনেমাটিতে অভিনয় করেছেন ছোট পর্দার ‘সুপারস্টার’ জিয়াউল ফারুক অপূর্ব। রোমান্টিক নায়কের বাইরে দীর্ঘদিন পর নতুন অবয়বে দেখা মিলবে এই নায়কের। স্বরুপ চন্দ্র দে’র রচনায় থ্রিলার গল্পে এই সিনেমাটি পরিচালনা করেছেন জনপ্রিয় নির্মাতা সঞ্জয় সমদ্দার।

৯০ মিনিট ব্যাপ্তি এই সাইলেন্ট কিলারের গল্পে অপূর্বর বিপরীতে এখানে দেখা যাবে তাসনিয়া ফারিণকে। কিছুদিন আগেই ফিল্মটির প্রমো প্রকাশিত হয়েছিল। প্রমো প্রকাশের পর তা দর্শক মনে আগ্রহ বাড়িয়ে তুলে। দর্শকরা অনেকদিন ধরেই অপেক্ষায় রয়েছেন কাজটির জন্য। অবশেষে সিনেমাটিক অ্যাপে সিনেমাটি মুক্তি পেয়েছে।

নির্মাতা জানান, সাইবার বুলিংয়ের ঘটনা নিয়ে এটি নির্মিত হয়েছে। তারকাদের ট্রলের শিকার হওয়া, পারিবারিক সমস্যা সবকিছুর মিশেলেই ‘ট্রল’। কাজটাকে একটা অন্য মাত্রা দিতে যা যা করা দরকার তাই করেছেন। বাকিটা দর্শকরা দেখার পরই বুঝবেন।

অপূর্ব-ফারিন ছাড়াও এতে আরও অভিনয় করেছেন প্রায় ৪০জন শিল্পী। এরমধ্যে রয়েছেন শতাব্দী ওয়াদুদ, অপু, লরেন মেণ্ডেস, পড়শি প্রমুখ।

যেভাবে দেখবেন সিনেমাটি:

১. প্লে স্টোর থেকে Cinematic App টি প্রথমে ডাউনলোড করে নেবেন।

২. অপারেটর সিলেক্ট করে, মোবাইল নাম্বার দিয়ে Send OTP তে ক্লিক করবেন। তারপর ঐ নাম্বারে একটা কোড নাম্বার আসবে। খালি ঘরে কোড নাম্বার টি বসিয়ে নেবেন।

৩. তারপর আপনি সহজেই App টির ভিতরে প্রবেশ করতে পারবেন। প্রবেশ করার পর ফ্রি ভিডিও গুলা ফ্রি তে দেখতে পারবেন। আর ‘ট্রল’ ফিল্ম যেখানে শো করবে, এটার উপর ক্লিক করলে সাবস্ক্রিপশন চাইবে। তারপর Go অপশনে ক্লিক করে Mobile air এ গিয়ে সাবস্ক্রিপশন করে নেবেন। ১ দিনের একটা প্যাকেজ আছে মাত্র ২.৬৭ টাকা কাটবে।

তারপর খুব সহজেই আপনি ‘ট্রল’ ফিল্মটি দেখতে পারবেন। প্লে স্টোর ছাড়াও সিনেমাটিক মুবি-তেও এটি দেখতে পারবেন।

বাংলাদেশ জার্নাল/আইএন

  • সর্বশেষ
  • পঠিত