ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ আপডেট : ১১ মিনিট আগে
শিরোনাম

ভ্যালেন্টাইন ও মেহজাবীন

  বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২১, ১৫:৪৭  
আপডেট :
 ১২ ফেব্রুয়ারি ২০২১, ১৫:৫৬

ভ্যালেন্টাইন ও মেহজাবীন
ভালোবাসা দিবসে মেহজাবীন চৌধুরী

সারা বছরই তুমুল ব্যস্ত সময় পার করেন ছোট পর্দার বড় তারকা মেহজাবীন চৌধুরী। বিশেষ দিবসকে ঘিরে তার ব্যস্ততা স্বাভাবিকের চেয়ে বেড়ে যায় দুই-তিনগুণ। একদিন বাদেই বিশ্ব ভালোবাসা দিবস; আর এই বিশেষ দিবসকে ঘিরে টিভি পর্দাসহ ইউটিউবে থাকে নানা আয়োজন ও বিশেষ নাটক, টেলিছবি ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এই বিশেষ দিবস মাতাতে বিশেষ নাটক নিয়ে হাজির হচ্ছেন এই সুপারস্টার।

জানা যায়, এবার ভালোবাসা দিবসে প্রায় ১৬টির মত নাটকে দেখা যাবে এই অভিনেত্রীকে। পারিবারিক, রোমান্টিক, বাস্তবধর্মী, রোমান্টিক কমেডি, রমকম সব গল্পের মিশেলেই দেখা মিলবে এই তারকা অভিনেত্রীর। এবারের আয়োজনে মেহজাবীন অভিনীত নাটকের তালিকার মধ্যে রয়েছে মাজনু (১২ ফেব্রুয়ারি লাইভ টেকনোলজিস ইউটিউব চ্যানেলে), আয় ফিরে আয় (১২ ফেব্রুয়ারি রাত ৯টায় আরটিভি ও সাউন্ডটেক ইউটিউব চ্যানেলে), লতা অডিও (১২ ফেব্রুয়ারি মোশন রক ইউটিউব চ্যানেলে), আনএক্সপেক্টেড মোমেন্টস ( ১৩ ফেব্রুয়ারি বাংলাভিশনে রাত ৯টা ৩০ মিনিটে), মধু সিং (১৪ ফেব্রুয়ারি সিডি চয়েস ইউটিউব চ্যানেলে), লাভ বাই মিস্টেক (১৪ ফেব্রুয়ারি আরটিভিতে), বিলোপ ( ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টায় আরটিভিতে), বেস্ট ফ্রেন্ড-৩ (১৪ ফেব্রুয়ারি রাত ৯.২০ মিনিটে আরটিভিতে ও সিডি চয়েজ ইউটিউব চ্যানেলে), নৈব নৈব চ (১৪ ফেব্রুয়ারি এনটিভিতে রাত ৯ টা ৩০ মিনিটে), পান সুপারি (১৪ ফেব্রুয়ারি রাত ১১টায় মাছরাঙা টিভিতে), ভুলজন্ম (১৪ ফেব্রুয়ারি রাত ১১টা ২০ মিনিটে আরটিভিতে), সিদ্বান্ত (১৪ ফেব্রুয়ারি, বাংলাভিশন চ্যানেলে রাত ১১টা ৪০ মিনিটে), বান্টি বানু (১৪ ফেব্রুয়ারি, বাংলাভিশন চ্যানেলে, পরদিন সিএমভি ইউটিউব চ্যানেলে), মেরুন (১৫ ফেব্রুয়ারি রাত ৮টায় আরটিভিতে), গোল মরিচ, কাজল রেখা ইত্যাদি।

বিশেষ এই দিবসের কাজ নিয়ে টানা ব্যস্ত ছিলেন অভিনেত্রী মেহজাবীন। এখন ব্যস্ত রয়েছেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের নাটক নিয়ে। এ কাজ শেষে এক সপ্তাহের ছুটিতে যাবেন তিনি। পরিবারকে এই সপ্তাহের পুরোটা সময় দিতে চান বলেই জানান এই তারকা। মেহজাবীন চৌধুরী বাংলাদেশ জার্নালকে বলেন, ‘এই কয়টা দিন খুব কাজের প্রেশার গিয়েছে। যার কারণে একটু বিরতি নিব কিছুদিনের জন্য।’

বিশেষ দিবসের কাজ প্রসঙ্গে তিনি বলেন, ‘ভালোবাসা দিবসের কাজগুলো আসলে প্রেম-ভালোবাসাকে কেন্দ্র করেই নির্মিত হয়। চেষ্টা করেছি সব ধরণের ফ্লেবারেই কাজ করার। পারিবারিক, বাস্তবধর্মী, রোমান্টিক, রোমান্টিক কমেডি, রমকম সবকিছু মিলিয়েই কাজ থাকছে এবার।’

বাংলাদেশ জার্নাল/আইএন

  • সর্বশেষ
  • পঠিত