ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

শাকিবের শুভেচ্ছায় সম্মানিত রুনা লায়লা

  বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২১, ১৮:১৪  
আপডেট :
 ১৫ ফেব্রুয়ারি ২০২১, ১৯:২১

শাকিবের শুভেচ্ছায় সম্মানিত রুনা লায়লা
রুনা লায়লা ও শাকিব খান

গেল ১৭ নভেম্বর ছিল উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লার জন্মদিন। এদিন নানা ভক্ত অনুরাগী থেকে শুরু করে সহকর্মীদের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হয়েছিলেন এই কিংবদন্তি। সেদিন অন্যান্য অনেকের মতো করেই এই কিংবদন্তিকে ফেসবুকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান।

সেসময় শাকিবের সেই পোস্ট রুনা লায়লার নজরে না আসলেও তা এসেছে দুই মাস পর। এরপর সেই পোস্ট নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করে নায়ককে ধন্যবাদ জানান রুনা লায়লা। সেই প্রসঙ্গে গণমাধ্যমে রুনা লায়লা বলেন, ‘আমার জন্মদিনে শাকিবের দেওয়া পোস্টটি তখন খেয়াল করিনি। হঠাৎ শনিবার চোখে পড়ল। আমি প্রত্যাশা করিনি, শাকিব এত সুন্দর করে আমায় নিয়ে লিখবে। ব্যাপারটা আমার কাছে খুব ভালো লেগেছে। এতটা সম্মান, ভালোবাসা মিশ্রিত লেখায়—আমি সত্যিই অনেক খুশি ও সম্মানিতবোধ করছি।’

তিনি আরও বলেন, ‘শাকিবের অভিনয় আমার ভালো লাগে। ব্যক্তিগতভাবেও শাকিবকে আমি খুবই পছন্দ করি। সে তার মতো করেই কাজ করে। আমার দোয়া রইল, সৃষ্টিকর্তা শাকিবকে আরও অনেক অনেক বেশি সাফল্যের দেখা দিক।’

এ নায়কের জন্য পরামর্শ দিয়ে কিংবদন্তি এই গায়িকা আরও বলেন, ‘আমি সব সময় মনে করি, শাকিব খুব ভালো একজন অভিনয়শিল্পী। ওকে যদি আরও ভালো পরিচালক আর ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করতে দেওয়া যায়—সে আরও অনেক বেশি ভালো করবে। আমি তার ট্যালেন্ট সম্পর্কে খুব ভালো করেই জানি। পুরোপুরি ট্যালেন্টটা বের করে আনতে হবে। গুণী সব পরিচালকের উচিত, তাকে নিয়ে নানা ধরনের চরিত্র ও ভালো সব গল্প নিয়ে ভাবা।’

রুনা লায়লার জন্মদিনে শাকিব তার ফেসবুক পোস্টে লিখেছিলেন, ‘গানে গানে উপমহাদেশের মানুষের হৃদয় জয় করে নেওয়া শিল্পীর নাম রুনা লায়লা। শুধু বাংলা ভাষায় নয়, বিশ্বের ১৮ ভাষার গানে আপনার মোহনীয় কণ্ঠের জাদুতে আজও মুগ্ধ করে যাচ্ছেন। আপনি অসম্ভব এক অনুপ্রেরণার নাম, পাশাপাশি বিস্ময়ের!

সত্যি আমরা খুবই ভাগ্যবান যে আমাদের সংগীতে একজন রুনা লায়লা আছেন। পুরো বাংলা সংগীতের অহংকার আপনি। গর্ব করে আমরা বলতে পারি আমাদের ‘দ্য রুনা লায়লা’ আছেন। আপনার গানের একজন নিয়মিত শ্রোতা-ভক্ত আমি। আপনার সঙ্গে যতবারই দেখা হয়েছে, ততবারই আপনি আমাকে পরম স্নেহ দিয়েছেন। আপনার ব্যক্তিত্ব আমাকে মুগ্ধ করে। আপনাকে নিয়ে বলতে বললে হয়তো শেষ করা যাবে না।’

বাংলাদেশ জার্নাল/আইএন

  • সর্বশেষ
  • পঠিত