ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে গানচিত্রে প্রথম বাবা মেয়ে

  বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ১৮ মার্চ ২০২১, ১৫:১৫

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে গানচিত্রে প্রথম বাবা মেয়ে
গাজী মাজহারুল আনোয়ার ও তার মেয়ে সঙ্গীতশিল্পী দিঠি আনোয়ার

উপমহাদেশের বরেণ্য গীতিকার, চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, কাহিনীকার গাজী মাজহারুল আনোয়ার ও তার মেয়ে সঙ্গীতশিল্পী দিঠি আনোয়ার এবারই প্রথম কোন গানের মিউজিক ভিডিওতে বা গানচিত্রে মডেল হিসেবেও অংশগ্রহণ করেছেন। দিঠি আনোয়ার এর আগে তার নিজের গানে নিজেই মিউজিক ভিডিওতে অংশগ্রহন করেছেন। আবার বাবার লেখা গানেরও মিউজিক ভিডিওতে তিনি অংশ নিয়েছেন। কিন্তু এবারই প্রথম বাবার লেখা গান গাওয়ার পাশাপাশি বাবাকে মিউজিক ভিডিওটিতে রেখেছেন।

বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে তৈরী হয়েছে ‘বজ্রকন্ঠে বলে শেখ মুজিব’। গানটি লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার এবং এই গানের মিউজিক ভিডিওতেই আবৃত্তি করেছেন গাজী মাজহারুল আনোয়ার। আর এই আবৃত্তির মধ্যদিয়েই কোন গানের মিউজিক ভিডিওতে অংশ নিয়েছেন তিনি। গাজী মাজহারুল আনোয়ারের সঙ্গে এই মিউজিক ভিডিওতে অংশ নিয়েছেন তার মেয়ে দিঠি আনোয়ার। আরো আছেন কিংবদন্তী সঙ্গীতশিল্পী বশির আহমেদ’র যোগ্য উত্তরসূরী হোমায়রা বশির ও রাজা বশির। মূলত বশির আহমেদ’র ছেলে রাজা বশিরই গানটির সুর সঙ্গীত করার পাশাপাশি গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন। গানটি গেয়েছেন দিঠি আনোয়ার, হোমায়রা বশির ও রাজা বশির।

গাজী মাজহারুল আনোয়ার বলেন, ‘মূলত আমার মেয়ের অনুপ্রেরণাতেই এই গানের মিউজিক ভিডিওতে আমার অংশ নেয়া। নিজেকে নতুন করে দেখার অপেক্ষায় আছি। আন্তরিক ধন্যবাদ হোমায়রা ও রাজাকে।’

দিঠি আনোয়ার বলেন, ‘এই মুহুর্তে সত্যিই ভীষণ আনন্দিত আমি। কারণ আব্বু প্রথমবারের মতো কোন গানের মিউজিক ভিডিওতে যেকোনভাবেই হোক উপস্থিত হয়েছেন। অবশ্যই আন্তরিক কৃতজ্ঞতা হোমায়রা আপা ও রাজা বশিরের প্রতি। তাদের আন্তরিকতার কারণেই এই গানটি হয়ে উঠা, আব্বুর অংশগ্রহন করা। আরো বেশি আনন্দিত আমি এ কারণেই যে আব্বু আগামী ২৪ মার্চ স্বাধীনতা পদক পেতে যাচ্ছেন। এর আগে আব্বু একুশে পদক পেয়েছিলেন, এবারপেতে যাচ্ছেন স্বাধীনতা পদক। আমি এমনই একজন বাবার সন্তান যে বাবা রাষ্ট্রের সর্বোচ্চ দুটি সম্মাননাতেই ভূষিত হয়েছেন। এটা যে কতো গর্বের, কত্তো ভালোলাগার তা সত্যিই ভাষায় প্রকাশের নয়। এমন বাবার সন্তান হওয়া অনেক বড় ভাগ্যের ব্যাপার। পৃথিবীতে জন্ম নেয়া আমার স্বার্থক। আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করছি।’

১৬ মার্চ সন্ধ্যায় সারগাম সাউন্ড স্টেশন ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হয়েছে।

ছবি : আলিফ রিফাত বাংলাদেশ জার্নাল/আইএন

  • সর্বশেষ
  • পঠিত