ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

অনন্য প্রতিভা’য় প্রধান বিচারকদের সঙ্গে চঞ্চল চৌধুরী

  বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ০২ এপ্রিল ২০২১, ১৫:০৯

অনন্য প্রতিভা’য় প্রধান বিচারকদের সঙ্গে চঞ্চল চৌধুরী

জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেলে এনটিভির উদ্যোগে ও জিপিএইচ ইস্পাতের সহযোগিতায় সারা দেশ থেকে প্রতিভা খুঁজে নিয়ে সেমি ফাইনাল পর্যন্ত ত্রিশ’জন প্রতিযোগিকে চূড়ান্ত করেছেন প্রধান তিন বিচারক সালাহ উদ্দিন লাভলু, মেহের আফরোজ শাওন ও হৃদয় খান।

‘অনন্য প্রতিভা’ শিরোনামের এই অনুষ্ঠানটির সেমি ফাইনাল পর্বে সম্মানিত অতিথি বিচারক হিসেবে উপস্থিত হয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। এর আগে সারা দেশ থেকে প্রাথমিক পর্যায়ে ছয়টি বিভাগীয় শহর থেকে প্রাথমিক পর্যায়ের তিন বিচারক শানারেই দেবী শানু, আইরিন ও পুলক ১৪২ জন অনন্য প্রতিভাকে খুঁজে নিয়ে আসেন। সেখানে পরবর্তীতে আরো আটজনকে যুক্ত করা হয়। জানান অনুষ্ঠানটির প্রযোজক ও পরিচালক ওয়াহিদুল ইসলাম শুভ্র। ১৫০ জন থেকে কোয়ার্টার ফাইনালের যাত্রা শুরু হয়। কোয়ার্টার ফাইনাল থেকে সেমি ফাইনালে গিয়ে ত্রিশ জন থাকে। ত্রিশ থেকে চঞ্চল চৌধুরী ও প্রধান তিন বিচারক ফাইনাল রাউন্ডের জন্য আঠারো জনকে চূড়ান্ত করেন। সেমি ফাইনালে সম্মানিত অতিথি বিচারক হিসেবে উপস্থিত থাকতে পেরে বেশ আনন্দিত ছিলেন চঞ্চল চৌধুরী।

চঞ্চল চৌধুরী বলেন, ‘এই অনুষ্ঠানের বিচারক হিসেবে কাজ করার অনুভূতি সত্যিই এক কথায় অসাধারণ। কিছু কিছু পারফর্মারদের পারফর্ম্যান্স আমার কাছে এতো বেশি ভালো লেগেছে যে সত্যিই তারা এই দেশের অনন্য প্রতিভা। তবে আয়োজকদের কাছে আমার অনুরোধ থাকবে, তাদের শুধু খুঁজে বের করে চ্যাম্পিয়ন রানার্স আপু পুরস্কার দিয়ে দিলেই হবেনা। পরবর্তীতে তারা কী করছে সেই ফলোআপটা সবাইকে জানাতে হবে। তাদেরকে দিক নির্দেশনা দিতে হবে। তাহলে আগামীতে আমরা আরো প্রতিভাবান পাবো।’

অনুষ্ঠানটির প্রযোজক ও পরিচালক ওয়াহিদুল ইসলাম শুভ্র বলেন, ‘আশা করছি আগামী মে মাসের মাঝামাঝি সময় থেকে অর্থাৎ ঈদের পরপরই ‘অনন্য প্রতিভা’ অনুষ্ঠানটির বিভিন্ন পর্ব প্রচার শুরু হবে। এরইমধ্যে অনুষ্ঠানটি টিভি পর্দায় দেখা নিয়েই অনেকেই অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন। সারা দেশের নানান বয়সের নানান ধরনের প্রতিভাবান মানুষ এই অনন্য প্রতিভা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। অনেকের অনেক মেধা থাকার পরও আমাদের সীমাবদ্ধতার কারণে সবাইকে অনন্য প্রতিভা’র ছায়াতলে নিয়ে আসতে পারিনি। কিন্তু আমার বিশ্বাস যারা এই অনন্য প্রতিভা’ অনুষ্ঠানের মাধ্যমে নিজেদের প্রতিভাকে বিকশিত করার একটি প্লাটফরম পেলেন, নিজেদের প্রতি আত্মবিশ্বাস এসেছে। তারা নিজেরাই আগামীতে নিশ্চয়ই একটি অবস্থান করে নিতে পারবেন নিজেদের প্রতিভা দিয়ে। ধন্যবাদ চঞ্চলচৌধুরী ভাইকে সেমি ফাইনালে বিশেষ অতিথি বিচারক হিসেবে আমাদেরকে সময় দেবার জন্য।’ ছবি : আলিফ হোসেন রিফাত

বাংলাদেশ জার্নাল/আইএন

  • সর্বশেষ
  • পঠিত