ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ ঘন্টা আগে
শিরোনাম

মুরাদ নূরের সুরে লোকগান গাইলেন সাব্বির নাসির

  বিনোদন ডেস্ক

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২১, ১৯:২০  
আপডেট :
 ০৮ এপ্রিল ২০২১, ১২:৫০

মুরাদ নূরের সুরে লোকগান গাইলেন সাব্বির নাসির

‘আমারে দিয়া দিলাম তোমারে’ খ্যাত কণ্ঠশিল্পী সাব্বির নাসির। এবার নন্দিত কবি অসীম সাহার কথামালায়, মুরাদ নূরের সুরে লোকগান গাইলেন। মুশফিক লিটুর সঙ্গীতায়োজনে ‘টান’ শিরোনামের গানটি বৈশাখে প্রচারিত হবে।

টান প্রসঙ্গে সাব্বির নাসির বলেন, গত বছর ফেব্রুয়ারিতে মুরাদ নুরের সুরে, বিশালের কথায়, মুশফিক লিটুর সংগীতায়োজনে গেয়েছিলাম ‘‘আমারে দিয়া দিলাম তোমারে’’। গানটি শ্রোতাদের হৃদয়ে স্থান পেয়েছে, ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। মুরাদ নুর যখন কবি অসীম সাহার গানটি শোনালেন, একটু দ্বিধাগ্রস্থ ছিলাম। কারণ শংকিত ছিলাম এই ভেবে যে এত বড় একজন কবির কথায় প্রাণ প্রতিষ্ঠা করতে পারবতো? যাক, এক বছরের দ্বিধা দ্বন্দ্ব, গবেষণার পর প্রকাশিত হতে যাচ্ছে টান। ভিডিওর পরিচালক ও আর্টিস্ট সারপ্রাইজ রইলো। আশা করছি আমাদের ‘টান’ লোকগান এর ঐতিহ্য ফুটে উঠবে।

সুরকার মুরাদ নূর বলেন, আমি ব্যক্তিগতভাবে লোকগান সৃষ্টি করতে আনন্দ অনুভব করি। বাংলার ঐতিহ্য নিয়ে গর্ব করি। সাব্বির নাসির ও মুরাদ নূর জুটির দ্বিতীয় গান ‘টান’। খুবই যত্ন করে সময় নিয়ে গানটি করেছি। আশা নয় বিশ্বাস করি আমাদের এই সৃষ্টিটি প্রশংসনীয় হবে।

কবি অসীম সাহা বলেন, নূর আমার বেশকিছু লেখায় সুর করেছে। কথার ভাব অনুযায়ী অসাধারণ সুর করে। সাব্বির এর গায়কী কথা সুরের পূর্ণতা পেয়েছে। এতো ব্যস্ততার পরেও সাব্বির এর লোকগানের প্রেম আমাকে মুগ্ধ করেছে। নূর ও সাব্বির এর জন্য শুভ কামনা।

উল্লেখ্য, সাব্বির নাসিরের গাওয়া আমারে দিয়া দিলাম তোমারে অল্প সময়ে ভাইরাল হয়। দমে দম, আবোল তাবোল, হর্ষ শিরোনামের গানগুলোও বেশ জনপ্রিয় হয়। আসছে বৈশাখে 'টান' এর অডিও ভিডিও প্রকাশ হবে সাব্বির নাসিরের ইউটিউব চ্যানেল সহ সকল ডিজিটাল মাধ্যমে।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত