ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১২ মিনিট আগে
শিরোনাম

বনানীতে চিরনিদ্রায় নায়ক ওয়াসিম

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২১, ১৯:৫৭  
আপডেট :
 ১৮ এপ্রিল ২০২১, ২০:১০

বনানীতে চিরনিদ্রায় নায়ক ওয়াসিম
নায়ক ওয়াসিম

কিংবদন্তি অভিনেত্রী কবরী চলে যাওয়ার ২৪ ঘণ্টা পেরোতেই ঢাকাই চলচ্চিত্রের আরেক নক্ষত্রের পতন ঘটে। শনিবার রাত সাড়ে ১২টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান সত্তর ও আশির দশকের জনপ্রিয় নায়ক ওয়াসিম। ১৮ এপ্রিল বনানী কবরস্থানে ওয়াসিমের দাফন সম্পন্ন।

রোববার বাদ জোহর ২টা ৫০ মিনিটে তাকে তার বাবার কবরের পাশে শায়িত করা হয়। এর আগে গুলশান আজাদ মসজিদে ওয়াসিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে বনানী কবরস্থানে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হয়। এর আগে শনিবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন।

উল্লেখ্য, ১৯৭২ সালে ‘ছন্দ হারিয়ে গেলো’ সিনেমার সহকারী পরিচালক হিসেবে ঢাকাই সিনেমায় ওয়াসিমের অভিষেক। নায়ক হিসেবে যাত্রা শুরু হয় মহসিন পরিচালিত ‘রাতের পর দিন’ সিনেমার মাধ্যমে। এক সময় বাণিজ্যিক সিনেমায় অপরিহার্য নায়ক হয়ে ওঠেন তিনি।

ওয়াসিম অভিনীত সিনেমাগুলোর মধ্যে উল্লেখযোগ্য ‘ছন্দ হারিয়ে গেলো’, ‘রাতের পর দিন’, ‘দোস্ত দুশমন’, ‘দি রেইন’, ‘রাজদুলারী’, ‘বাহাদুর, ‘মানসী’, ‘সওদাগর’, ‘নরম গরম’, ‘বেদ্বীন’, ‘ঈমান’, ‘লাল মেম সাহেব’ ইত্যাদি।

বাংলাদেশ জার্নাল/টিআই

  • সর্বশেষ
  • পঠিত