ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

‘নীল মুকুট’ সিনেমার শুটিং হাইতিতে

  বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ২৫ জুলাই ২০২১, ১৩:৫২

‘নীল মুকুট’  সিনেমার শুটিং হাইতিতে

ঈদের আগেই খবর বের হয়েছিল ‘নীল মুকুট’ মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। এবার সেই 'নীল মুকুট' ছবির বিচিত্র অভিজ্ঞতা জানা গেলো এক প্রেস রিলিজে। 'নীল মুকুট' ছবির দৈর্ঘ্য প্রায় ১০০ মিনিট, যার মধ্যে ৬৫ মিনিটই শুটিং হয়েছে অর্ধেক পৃথিবী দূরের দেশ হাইতিতে। আর সেই শুটিং করতে গিয়ে একেবারে শেষ মূহুর্তে ক্রুদের কেউ ভিসা না পাওয়ায় তৈরি হয়েছিল এক জটিল পরিস্থিতি।

কামার জানিয়েছেন, বাংলাদেশ থেকে হাইতি যেতে হলে আপনাকে নিউইয়র্ক হয়ে যেতে হবে, সেইক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা থাকাটা জরুরি। আমার আর সারার সেই ভিসা থাকলেও বাকি ক্রুদের কারো মার্কিন ভিসা ছিলো না। এর মধ্যে আবার যাদের নিয়ে শুটিং তাঁরা সব অনেক আগেই পৌঁছে গেছে হাইতি। আমি যদিও খুব ছোট ইউনিটে কাজ করে অভ্যস্ত, তবু একদম কোন ক্রু ছাড়া হাইতির মতো এতদূর দেশে গিয়ে শ্যুটিং করার সাহস করাটাই একটা বিরাট যুদ্ধ ছিল।' আর সেই যুদ্ধে কামারের সাথে ছিলেন প্রযোজক সারা আফরীন। সেই অভিজ্ঞতা জানিয়ে সারা বললেন, 'প্রায় দুই-বছরের অনুমতি জটিলতা কাটিয়ে যখন হাইটিতে শুটিংয়ের সব ঠিক হলো, শেষ মূহুর্তে হলো এই ভিসা জটিলতা। এর আগে কখনো আমাকে ইকুইপমেন্ট নিয়ে সরাসরি প্রোডাকশনে কাজ করতে হয় নাই। কিন্তু হাইতিতে যেহেতু আর কোন উপায় ছিলো না, হয় আমাদেরকেই শুটিং করতে হবে নয়তো শুটিং বাতিল করতে হবে - এইরকম একটা পরিস্থিতিতে সিদ্ধান্ত নিলাম যা করার আমরাই করবো।

এরপর প্রায় মাসখানেক লাইভ সাউন্ড রেকর্ডিং শিখলেন সারা, আর কামারতো সেই 'শুনতে কি পাও!' থেকে নিজেই ক্যামেরা চালান - মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে শ্রেষ্ঠ চিত্রগ্রাহকের একটা আন্তর্জাতিক পুরষ্কারও আছে তাঁর ঝুলিতে। তারপর প্রস্তুতি নিয়ে কয়েকটা পেলিক্যান স্যুটকেস ভর্তি শ্যুটিং গিয়ার নিয়ে দুইজন রওনা দিলেন মার্কিন যুকত্রাষ্ট্র, তারপর সেইখান থেকে আবার হাইতি। কিন্তু 'নীল মুকুট'-এর বিষয় নিয়ে মুখ খুলতে একদম নারাজ কামার। তাঁর মতে, 'আমি আসলে ছবি বানাই একটা ঘোরের মধ্যে, আমি চাই আমার দর্শকেরাও আমার সেই ঘোরের সাথী হোক - আমার মতোই তারাও আবিষ্কার করুক আমার ছবির চরিত্র আর তাদের জীবনের একটা অধ্যায়।

এর আগেই কামার জানিয়েছিলেন, প্লেনে একটা কান্নাকে অনুসরণ করতে গিয়েই একরকম অপরিকল্পিত সন্তান 'নীল মুকুট'-এর জন্ম হয়েছে। কোন উৎসবে পাঠানোর আগে দেশে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েও করোনা পরিস্থিতির কারণে গত বছর ২৭শে মার্চ ছবিটির মুক্তি বাতিল হয়ে যায়। এরপর কয়েকবার চেষ্টা করেও ছবিটি মুক্তি দিতে না পারায় শেষে চরকি এগিয়ে এসে ছবিটি তাদের প্লাটফর্মে মুক্তির ঘোষণা দেয়। আগামী মাসেই ছবিটি মুক্তির কথা আছে চরকিতে।

বাংলাদেশ জার্নাল/আইএন

  • সর্বশেষ
  • পঠিত