ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৪ মিনিট আগে
শিরোনাম

ইমরানের ‘পরাণ বন্ধুরে’ নিয়ে সহশিল্পীদের শুভেচ্ছা

  বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২১, ১৫:১১

ইমরানের ‘পরাণ বন্ধুরে’ নিয়ে সহশিল্পীদের শুভেচ্ছা
জনপ্রিয় সঙ্গীতশিল্পী ইমরান মাহমুদুল

এই প্রজন্মের জনপ্রিয় সঙ্গীতশিল্পী ইমরান মাহমুদুলের জন্মদিন আজ। তবে তার বিগত দিনের জন্মদিনের চেয়ে এবারের জন্মদিন একটু আলাদা। কারণ এবারের জন্মদিনে প্রকাশ পাচ্ছে ইমরানের গাওয়া নতুন গান ‘পরাণ বন্ধুরে’। গানটি লিখেছেন কবির বকুল এবং সুর সঙ্গীত করেছেন ইমরান মাহমুদুল নিজেই।

গানটি আজ সিএমভি’র ইউটিউব চানেলে প্রকাশ পাবে বলে জানিয়েছেন সিএমভি’র কর্ণধার শেখ শাহেদ আলী পাপ্পু। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। এতে ইমরানের সঙ্গে মডেল হিসেবে আছেন কেয়া পায়েল।

ইমরান বলেন,‘আমার জন্মদিন উপলক্ষ্যেই পরাণ বন্ধুরে গানটি করা। তাছাড়া অনেকদিন হলো নতুন গানও প্রকাশ্যে নেই। তাই যারা আমাকে ভালোবাসেন, আমার গানকে ভালোবাসেন, তাদের ভালোবাসা দিয়ে আমাকে ধন্য করেন, তাদেরকে জন্মদিনে আমার পক্ষ থেকে এই উপহার। জন্মদিনে আমার জন্য সবাই দোয়া করবেন যেন ভালো থাকি, সুস্থ থাকি।’

এদিকে জন্মদিন উপলক্ষ্যে ইমরানের অনেক জনপ্রিয় গানের সহশিল্পী দিলশাদ নাহার কনা বলেন,‘সবার আগে ইমরান খুব ভালো মনের একজন মানুষ। খুব ভালো গায় এবং ভালো সুর সঙ্গীত করে বলেই ইমরান তার নিজের চেষ্টায় আজ এতোদূর আসতে পেরেছে। ইমরান বেশ ভালো করেই জানে কার সঙ্গে কীভাবে কথা বলতে হয়। কোন গান কীভাবে গাইতে হবে , কতোটা আবেগী হয়ে কন্ঠ দিতে হবে সেটা জানে ইমরান। যে কারণে বলা যায় তার প্রত্যেকটি গানই শ্রোতা দর্শকের ভালো লাগে। ইমরানের জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা।’

সঙ্গীতশিল্পী সানিয়া সুলতানা লিজা বলেন,‘ইমরান একজন খাঁটি মানুষ, ভীষণ ভদ্র মানুষ। একজন গায়ক হিসেবেও অনন্য, অসাধারণ। যে কারণেই গায়ক হিসেবে শীর্ষস্থানেই অবস্থান করছে। এমনস্থানে অবস্থান করলে অনেকেই বদলে যায়। কিন্তু ইমরান একটুও বদলায়নি। আমি তার আরো সাফল্য কামনা করছি। জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা।’

একই রিয়েলিটি শো থেকে সঙ্গীতাঙ্গনে আসা ইমরান ও ইউসুফ আহমেদ খানের। ইউসুফ বলেন, ‘ইমরান আমাদের মধ্যে এই সময়ের সবচেয়ে জনপ্রিয় এবং সফল সংগীত শিল্পী/পরিচালক, নিজের মেধার সঠিক সময়ে সঠিক ব্যবহার করেছে সে। যথেষ্ট পরিশ্যমী এবং বিনয়ী, জন্মদিনে অনেক শুভেচ্ছা এবং আরো সাফল্য চাই।’

ইমরান ও বৃষ্টির গাওয়া কিছু জনপ্রিয় গান রয়েছে। বৃষ্টি বলেন,‘ ইমরানের সঙ্গে আমার গাওয়া বলো সাথীয়া, আজ ভালোবাসোনা, যদি হাতটা ধরো গানগুলো বেশ জনপ্রিয়তা পেয়েছে। তাকে ভাইও বলি, বন্ধু বলি। তিনি আমার একজন অভিভাবকও বটে। তার ব্যক্তিত্ব, তার সদা হাস্যোজ্জ্বল আচরণ আমাকে মুগ্ধ করে। তার জন্য অনেক অনেক শুভ কামনা, আল্লাহ তাকে সুস্থ রাখুন। ভালো রাখুন।’

বাংলাদেশ জার্নাল/আইএন

  • সর্বশেষ
  • পঠিত