ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

বিশ্বাসের নামে সবাই শুধু বাঁশ দিয়ে যায়: সুনেরাহ

  ইমরুল নূর

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২১, ১৬:১৬  
আপডেট :
 ০৫ অক্টোবর ২০২১, ১৬:৪০

বিশ্বাসের নামে সবাই শুধু বাঁশ দিয়ে যায়: সুনেরাহ
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা সুনেরাহ বিনতে কামাল

‘ন ডরাই’ সিনেমায় একজন সার্ফারের চরিত্রে অভিনয় করে দর্শক প্রশংসা ও ভালোবাসায় সিক্ত হয়েছেন মডেল ও অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। শুধু তাই নয়, নিজের প্রথম সিনেমাতেই অর্জন করে নেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এখন ব্যস্ত রয়েছেন তার দ্বিতীয় সিনেমা ‘অন্তর্জাল’ নিয়ে; যেখানে তিনি প্রথমবারের মত জুটি বেঁধেছেন চিত্রনায়ক সিয়াম আহমেদের সঙ্গে। ছবিটির কাজ প্রায় ৬০ ভাগের মত শেষ হয়েছে বলে জানা যায়।

‘অন্তর্জাল’ সিনেমার কাজ প্রসঙ্গে সুনেরাহ বলেন, ‘ছবির কাজ অনেকটুকুই শেষ হয়েছে। দেশে ও দেশের বাইরে আরও অনেক দৃশ্যের দৃশ্যায়ন বাকি রয়েছে। তবে আমার খুব বেশি কাজ বাকি নেই, ২০ শতাংশের মত বাকি আছে। পাসপোর্টের জন্য এখনও আটকে আছি।’

তিনি আরও বলেন, ‘সত্যি কথা যদি বলি, এই টিমটার সঙ্গে কাজ করে আমি বেশি আনন্দ পেয়েছি। একদিকে সিয়াম আমার বন্ধু এবং আরও অন্যান্য যারা আছেন তাদের সঙ্গেও বোঝাপড়াটা বেশ ভালো। কাজের অভিজ্ঞতা এক কোথায় যদি বলি তাহলে বলবো ‘ওয়ান্ডারফুল’। যার কারণে বেশ আনন্দ নিয়ে কাজটি করতে পারছি। সিয়ামের সঙ্গে প্রথমবার স্ক্রিন শেয়ার; আমাদের কেমিস্ট্রি দর্শকরা কিভাবে নেয়; সেটা দেখার অপেক্ষায় আছি।’

ফোনের অপরপ্রান্তে সুনেরাহকে বেশ উচ্ছ্বসিত মনে হচ্ছিলো। এর কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘গত ৩/৪ বছর ধরে একটা ট্রমার মধ্যে ছিলাম, বলা যায় বিশাল ধরণের প্যারার মধ্যে ছিলাম। সেই প্যারাটা থেকে মুক্ত হয়েছি কিছুদিন আগে। যার কারণে নিজেকে এখন বেশ হালকা লাগছে।

এখন আমি বেশ ভালো আছি। তবে অনেক মানুষের সঙ্গে মেলামেশা কমিয়ে দিয়েছি। নিজের সার্কেলটাও কমিয়ে এনেছি। বিশ্বাসের নামে সবাই শুধু বাঁশটাই দিয়ে যায়। জীবন নিয়ে উপলব্দি করে দেখলাম, চলার পথে অনেক বেশি মানুষ কিংবা সঙ্গী প্রয়োজন নেই। বিশ্বাস করে পাশে থাকবে, এমন কয়েকজন হলেই যথেষ্ট। তাই যেভাবে ভালো থাকা যায় সেটারই চেষ্টা করছি সবসময়।’

সাম্প্রতিক ব্যস্ততা নিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ নায়িকা বলেন, এখন তো ‘অন্তর্জাল’ সিনেমার কাজ নিয়েই ব্যস্ত। এর বাইরে নিজের জব আছে, সেখানেও সময় দিতে হয়। সামনে কিছুদিনের জন্য ঢাকার বাইরে যাবো শুটিংয়ে। এরমধ্যে বেশকিছু ওয়েব ও সিনেমার প্রস্তাব এসেছে, সেগুলো নিয়ে কথাবার্তা চলছে। এখনও কিছু চূড়ান্ত হয়নি, হলে অবশ্যই জানাবো।

উল্লেখ্য, ২০১১ সালে র‍্যাম্পের মাধ্যমে মডেলিংয়ে পথচলা শুরু করেন সুনেরাহ। এরপর কাজ করেছেন বিজ্ঞাপন ও মিউজিক ভিডিওতে। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও বড় পর্দায় পা রেখেই প্রশংসিত হয়েছেন। ২০১৯ সালে স্টার সিনেপ্লেক্স প্রযোজিত ও তানিম রহমান অংশু পরিচালিত ‘ন ডরাই’ সিনেমায় একজন সার্ফারের চরিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ নায়িকা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

সুনেরাহ’র শুরুটা হয়েছিল নাচ শেখার মধ্য দিয়ে। মাত্র আড়াই বছর বয়সে বুলবুল ললিতকলা একাডেমিতে (বাফা) নাচ শেখা শুরু করেন। স্কুলে থাকতে থিয়েটারেও অভিনয় করেছেন। পাশাপাশি খেলাধুলার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। তখন বাস্কেটবল ও ভলিবল ছিল তার পছন্দের খেলা। এছাড়া তিনি বিটিভির তালিকাভুক্ত নৃত্যশিল্পী ছিলেন। সেখান থেকে এক পরিচিতজনের মাধ্যমে র‍্যাম্পে পথচলা শুরু। তখন তিনি নবম শ্রেণিতে পড়তেন। র‍্যাম্পে তার নজরকাড়া পারফরমেন্সের জন্য দেশের একটি বড় ফ্যাশন হাউজের মডেল হওয়ার জন্য ডাক পান তিনি। তবে বয়স কম হওয়ায় তখন কাজটি করতে পারেননি।

তার ভাষ্যে, ‘ফ্যাশন হাউজটি আমাকে ছোট বলে অপেক্ষা করতে বলে। তবে এ কারণে আমি একটুও হতাশ হইনি। কারণ এসব বিষয় আমাকে কখনো নিরাশ করে না। আমি যেমন, আমি তেমনই। এবার হয়নি পরের বার হবে। আর আমার জীবনের সবকিছু এভাবেই হয়েছে, সারপ্রাইজ। হঠাৎ হঠাৎ। মজার বিষয় হচ্ছে, পরবর্তীতে সে প্রতিষ্ঠানেরই ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করেছি আমি।’

বাংলাদেশ জার্নাল/আইএন

  • সর্বশেষ
  • পঠিত