ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪৪ মিনিট আগে
শিরোনাম

সিনেমা পাড়া জমজমাট, বছরান্তে মুক্তির হিড়িক

  ইমরুল নূর

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২১, ১৮:৪৫

সিনেমা পাড়া জমজমাট, বছরান্তে মুক্তির হিড়িক

করোনার কারণে সিনেমা ইন্ডাস্ট্রিতে ব্যাপক ক্ষতি হয়েছে। মুক্তির অপেক্ষায় থাকা অনেক সিনেমা-ই সরে আসে। চলতি বছরে মহামারী আতঙ্ক কিছুটা কমলে সিনেমা হল খুলে দেওয়া হয়। এরপর সিনেমা মুক্তিতে দর্শকরা এখন হলমুখী হচ্ছে। পরিচালক, প্রযোজকরা আশার আলো দেখছেন। সেই ধারাবাহিকতায় বছরের শেষ মাস অর্থাৎ ডিসেম্বরে সিনেমা মুক্তির ধুম লেগেছে। বিজয়ের মাসে মুক্তি পাওয়ার তালিকায় রয়েছে একগুচ্ছ সিনেমা।

বিজয়ের মাসে প্রথম মুক্তি পেতে যাচ্ছে বিগ বাজেটের সিনেমা ‘মিশন এক্সট্রিম’। ৩ ডিসেম্বর দেশের ৪০টিরও বেশি হলে মুক্তি পাচ্ছে এটি। শুধু তাই নয়, একই দিনে ৪টি মহাদেশের প্রায় ৮টি দেশে একযোগে মুক্তি পাবে সিনেমাটি। সিনেমাটি পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট তথা ঢাকা মেট্রোপলিটন পুলিশের ‘সিটিটিসি’র কিছু শ্বাসরুদ্ধকর অভিযান থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত। কপ ক্রিয়েশনের ব্যানারে নির্মিত সিনেমাটি যৌথভাবে পরিচালনা করেছেন সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ।

পুলিশ অ্যাকশন থ্রিলারটির ছবির কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন আরিফিন শুভ, তাসকিন রহমান, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা ও সুমিত সেনগুপ্ত। এছাড়াও সিনেমাটির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, মাজনুন মিজান, ইরেশ যাকের, মনোজ প্রামাণিক, আরেফ সৈয়দ, সুদীপ বিশ্বাস দীপ, রাশেদ মামুন অপু, এহসানুল রহমান, দীপু ইমামসহ অনেকে।

২০১৪-১৫ সালের সরকারি অনুদানে তৈরি ‘লাল মোরগের ঝুঁটি’ সিনেমাটি মুক্তি পাচ্ছে ১০ ডিসেম্বর। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময়ে বাংলাদেশ ছিলো এক বন্দিশালা, বিহারি–অধুষিত ছোট এক শহর। সেখানে ব্রিটিশদের গড়া বিমানবন্দর সচল করতে সেনাবাহিনী আসে। পাকিস্তান সেনাবাহিনীর উপস্থিতিতে জনপদে ঘটে যাওয়া কাহিনি নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। মুক্তিযুদ্ধ ছাড়াও এখানে বিভিন্ন প্রেক্ষাপট দেখান হবে।

নূরুল আলম আতিক পরিচালিত এ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন লায়লা হাসান, আহমেদ রুবেল, আশনা হাবিব ভাবনা, অশোক বেপারী, আশীষ খন্দকার, জয়রাজ, শিল্পী সরকার, ইলোরা গওহর, জ্যোতিকা জ্যোতি, দিলরুবা দোয়েল, স্বাগতা, শাহজাহান সম্রাট, দীপক সুমন, খলিলুর রহমান কাদেরী, অনন্ত মুনিরসহ অনেকে।

১০ ডিসেম্বরেই মুক্তি পাচ্ছে আরও এক সিনেমা ‘কালবেলা’। ২০১৭-১৮ অর্থবছরে অনুদান পাওয়া এ সিনেমাটি নির্মিত হয়েছে ৭১’এর মুক্তিযুদ্ধের সময়কালে এক নারীর সংগ্রামের কাহিনী নিয়ে। সিনেমাটির শুটিং শেষ করার আগেই এর পরিচালক সাইদুল আনাম টুটুল মারা যান। পরে তার সহধর্মিণী অধ্যাপক মোবাশ্বেরা খানমের নেতৃত্বে অসমাপ্ত কাজগুলো শেষ হয়। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তাহমিনা অথৈ ও শিশির আহমেদ। এছাড়া অন্যান্য চরিত্রে আরও অভিনয় করেছেন মাসুম বাশার, মিলি বাশার, জয়ন্ত চট্টোপাধ্যায়, লুৎফর রহমান জর্জ প্রমুখ।

১৬ ডিসেম্বরে মুক্তি পেতে পারে প্রয়াত নায়ক মান্না অভিনীত শেষ সিনেমা ‘জীবন যন্ত্রণা। মুক্তিযুদ্ধের এ সিনেমাটির প্রযোজক ও পরিচালক খোরশেদ আলম খসরু। মান্না ছাড়াও এখানে আরও অভিনয় করেছেন মৌসুমী, মুক্তি, শাহনুর, বাপ্পারাজ, আলীরাজ, মিশা সওদাগর, আনোয়ারা, শহীদুল আলম সাচ্চু, নাসিমা খান, দীঘি প্রমুখ।

রকিবুল আলম রকিব পরিচালিত ‘বিয়ে আমি করবো না’ সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে আগামী ১৭ ডিসেম্বর। রোমান্টিক কমেডি ঘরানার এই সিনেমাটির শুটিং শেষ হয়েছে মাত্র ১৪ দিনে। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মামনুন ইমন, তানহা তাসনিয়া। এছাড়া আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ।

২৪ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ১২০ কোটি টাকা বাজেটের সিনেমা ‘দিন : দ্য ডে’। বিশ্বের ৮০টি দেশে একসঙ্গে মুক্তি পাবে এটি’। অ্যাকশন থ্রিলার ঘরানার এ সিনেমাটি পরিচালনা করেছেন ইরানি পরিচালক মুস্তফা জমজম অতাশ। ইরানের সঙ্গে যৌথভাবে নির্মিত হয়েছে সিনেমাটি। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অনন্ত জলিল, বর্ষা। এছাড়াও এ সিনেমায় বাংলাদেশের পাশাপাশি ইরানের অনেক তারকাশিল্পী অভিনয় করেছেন।

রোমান্টিক সিনেমা ‘আগামীকাল’ মুক্তি পাচ্ছে ২৪ ডিসেম্বর। ত্রিভুজ প্রেমের রোমাঞ্চকর গল্পের এই সিনেমাটি নির্মাণ করেছেন অঞ্জন আইচ। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, মামনুন ইমন ও সূচনা আজাদ। এছাড়া আরও অভিনয় করেছেন টুটুল চৌধুরী, শতাব্দী ওয়াদুদ, আশীষ খন্দকার, ফারুক আহমেদ, সাবেরি আলম, মাসুম বাশার, সুজাত শিমুল, তারিক স্বপন প্রমুখ।

বছরের শেষ দিনে অর্থাৎ ৩১ ডিসেম্বর মুক্তি পাবে ২০১৯-২০ সরকারি অনুদানের সিনেমা ‘রাত জাগা ফুল’। এটি পরিচালনা করেছেন মীর সাব্বির। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মীর সাব্বির, আবু হুরায়রা তানভীর, ঐশী প্রমুখ। এছাড়া আরও অভিনয় করেছেন আবুল হায়াত, ফজলুর রহমান বাবু, জয়রাজ, মামুন অপু, মাজনুন মিজান, আব্দুল্লাহ রানা প্রমুখ।

এই মাসে মুক্তির তালিকায় রয়েছে ‘মৃধা বনাম মৃধা’ সিনেমাটি। রনি ভৌমিক পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন তারিক আনাম খান, সিয়াম আহমেদ, নোভা ফিরোজ, সানজিদা প্রীতি প্রমুখ। ডিসেম্বরে মুক্তির তালিকায় রয়েছে সিনেমা ‘অমানুষ’ও। অনন্য মামুন পরিচালিত এ সিনেমায় জুটি বেঁধেছেন নিরব-মিথিলা। এছাড়া আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, নওশাবা, রাশেদ অপু, শহিদুজ্জামান সেলিমসহ অনেকে। এ মাসে মুক্তি না পেলে ছবিটি নতুন বছরের শুরুর মাসে প্রেক্ষাগৃহে আসতে পারে। এছাড়াও মুক্তির অপেক্ষায় রয়েছে হাবিবুর রহমান হাবিব পরিচালিত ‘ছিটমহল’ ও কাজল কুমার পরিচালিত ‘অবাস্তব ভালোবাসা’ সিনেমা দুটি।

নতুন বছরের শুরুর মাস অর্থাৎ জানুয়ারিতে মুক্তির অপেক্ষায় রয়েছে বেশকিছু সিনেমা। এরমধ্যে রয়েছে ইফতেখার শুভ পরিচালিত ‘মুখোশ’ । এখানে অভিনয় করেছেন মোশাররফ করিম, পরীমনি, রোশান, আজাদ আবুল কালাম, ইরেশ যাকের, প্রাণ রায়, রাশেদ মামুন অপু, ফারুক আহমেদ, তারেক স্বপন, এলিনা শাম্মি প্রমুখ।

৭ জানুয়ারি মুক্তি পাবে পুলিশি অ্যাকশন সিনেমা ‘শান’। একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত বিগ বাজেটের এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, পূজা চেরি, তাসকিন রহমান প্রমুখ।

বাংলাদেশ জার্নাল/আইএন

  • সর্বশেষ
  • পঠিত