ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

একসঙ্গে তারিক আনাম খান ও তামিম মৃধা

  বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২২, ১৫:০৮

একসঙ্গে তারিক আনাম খান ও তামিম মৃধা

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত দেশ বরেণ্য গুণী অভিনেতা, নির্মাতা, মুক্তিযোদ্ধা তারিক আনাম খান এই দেশের নাটক সিনেমার গর্বিত জন। অনেক নির্মাতারই আক্ষেপ একজন তারিক আনাম খানের অভিনয়ের মেধাকে আজও সঠিকভাবে কাজে লাগানো হয়নি। এমন কী তার মতো গুণী অভিনেতাকে মূল্যায়নও করা হয়নি। অবশ্য এসব বিষয়ে নিয়ে তারিক আনাম খান নিজে উদ্বিগ্ন নন একটুও। তিনি তার মতো করে কাজ করে যাচ্ছেন।

আগামী ঈদের জন্য তিনি বেশকিছু ভালো ভালো গল্পের নাটকে অভিনয় করেছেন। তারমধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নির্মিত ‘লাইক ফাদার লাইক সান’ নাটকটি। এটি আগামী ঈদে এটিএন বাংলায় এবং পরবর্তীতে একটি ইউটিউব চ্যানেলে প্রচার হবে। নাটকটিতে পিতার ভূমিকায় অভিনয় করেছেন তারকি আনাম খান এবং তার পুত্রের চরিত্রে অভিনয় করেছেন এই প্রজন্মের দর্শকপ্রিয় মডেল-অভিনেতা তামিম মৃধা।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে তারিক আনাম খান বলেন, ‘লাইক ফাদার লাইক সান মূলত একটি পারিবারিক গল্পের নাটক। অন্যরকম একটি গল্পের নাটক। রাজের সঙ্গে এর আগেও কাজ করেছি। ভালো কাজ করার চেষ্টাটা তারমধ্যে আছে। গল্পটা ভালোভাবে বলার চেষ্টা করে রাজ। আমার কাছে কাজটি করে ভালো লেগেছে। তামিম মৃধার অভিনয় ভালো করার খুব আগ্রহ আছে। সবমিলিয়ে নাটকটি আশা করছি ভালো লাগবে দর্শকের।’

তামিম মৃধা বলেন,‘তারিক স্যারের সঙ্গে আমার প্রথম কাজ থেকেই সুযোগ হয়েছে, এটা আমার সৌভাগ্য। তিনি ভীষণ সহযোগিতা পরায়ণ একজন শিল্পী। স্যারের সঙ্গে কাজ করার মধ্যে ভালো লাগার বিষয় হলো যে আমি, আমরা অভিনয়ের অনেক কিছুই শিখতে পারি। তিনি নিজে একজন ইন্সটিটিউশন বলে আমি বিশ্বাস করি। আর রাজ ভাইয়ের সঙ্গে আমার ক্যামিস্ট্রিটা এক কথায় দুর্দান্ত। তারসঙ্গে কাজ করার মধ্যে ভালো লাগার বিষয় হলো যেন মনে হয় হোম গ্রাউণ্ডে আছি। ভীষণ আরাম নিয়ে, স্বাচ্ছন্দ্যতা নিয়ে কাজ করি। প্রথমবার খণ্ড নাটকে কাজ করার সুযোগ হলো আমার।’

নির্মাতা রাজ বলেন,‘তারিক ভাইয়ের সঙ্গে কাজ করার সুবিধা হলো কাজের ফাঁকে ফাঁকে তার কাছ থেকে অনেক কিছু জানতে পারি, শিখতে পারি। তিনি এতো অভিজ্ঞ একজন অভিনেতা যে যা নিয়েই প্রশ্ন করিনা কেন তিনি যথাযথ উত্তর দেন। দুঃখজনক হলো আমরা তাকে সঠিকভাবে কাজে লাগাতে পারিনি।’

তারিক ও তামিম সোহাগ রানার রচনা ও পরিচালনায় ‘নয়া লায়লা নয়া মজনু’ নাটকেও অভিনয় করেছেন। ঈদে সিনেমাওয়ালা’য় প্রচার হবে।

ছবিঃ আলিফ রিফাত

বাংলাদেশ জার্নাল/আইএন
  • সর্বশেষ
  • পঠিত