ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

টিভিতে ঈদের ষষ্ঠ দিনের অনুষ্ঠানমালা

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৮ মে ২০২২, ১১:২৬  
আপডেট :
 ০৮ মে ২০২২, ১১:৪২

টিভিতে ঈদের ষষ্ঠ দিনের অনুষ্ঠানমালা
ছবি: সংগৃহীত

ঈদ উৎসবে বিনোদনের অন্যতম আকর্ষণে পরিণত হয় নাটক, টেলিফিল্ম বা সিনেমা। ঈদ উপলক্ষে দর্শকের চাহিদা ও পছন্দের কথা মাথায় রেখে এবারও টিভি চ্যানেলগুলো নানা আয়োজনে সাজিয়েছে ঈদুল ফিতরের অনুষ্ঠানমালা। আজ রোববার, ০৮ মে ২০২২, ২৫ বৈশাখ ১৪২৯ বঙ্গাব্দ। ঈদের ষষ্ঠ দিনেও থাকছে নানারকম ঈদ আয়োজন।

চলুন এক নজরে জেনে নেয়া যাক ঈদ উপলক্ষে বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারিত আজকের অনুষ্ঠানসূচি-

এটিএন বাংলা

  • সকাল ১০টা ২০ মিনিটে ভালোবাসি তোমাকে। অভিনয়ে রিয়াজ–শাবনূর
  • বেলা ২টা ৫০ মিনিটে একবার বলো ভালোবাসি। অভিনয়ে শাকিব–অপু।
  • সন্ধ্যা ৬টা নাইটগার্ড। অভিনয়ে নিলয়–মাহি।
  • ৭টা ৩৫ মিনিটে অচেনা প্রেম। অভিনয়ে তৌসিফ–তানজিন তিশা।
  • রাত ৮টা ৪৫ মিনিটে আমি তোমার আকাশ হব। অভিনয়ে ইরফান সাজ্জাদ–তানিয়া বৃষ্টি।
  • সাড়ে ১০টায় রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে কাদেরী কিবরিয়ার একক সংগীতানুষ্ঠান।

চ্যানেল আই

  • সকাল ১০টা ১৫ মিনিটে চন্দ্রাবতী কথা। অভিনয়ে দোয়েল–জয়ন্ত চট্টোপাধ্যায়।
  • বেলা আড়াইটায় আমার তুমি। অভিনয়ে খায়রুল বাশার–তাসনুভা তিশা।
  • বিকেল সাড়ে ৪টায় ধাঁধা। অভিনয়ে মোশারফ করিম–চমক।
  • সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে হারানো বিজ্ঞপ্তি। অভিনয়ে শ্যামল মাওলা–তমা মির্জা।
  • রাত ৯টা ৩৫ মিনিটে ব্লাইন্ড স্পট। অভিনয়ে সাফা কবির–ফাহমী প্রমুখ।

একুশে টিভি

  • বেলা আড়াইটায় কিছু আশা কিছু ভালোবাসা। অভিনয়ে শাবনূর–মৌসুমী–ফেরদৌস।
  • রাত ৮টায় বোতলবন্দী। অভিনয়ে সজল–সমাপ্তি।
  • ১০টায় জামাই দ্বন্দ্ব। অভিনয়ে রিমি করিম–টুটুল।

এনটিভি

  • সকাল ১০টা ৫ মিনিটে রক্ত। অভিনয়ে পরীমনি–রোশান।
  • বেলা ২টা ২৫ মিনিটে নয়নভরা জল। অভিনয়ে শাকিব–শাবনূর।
  • সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে কনফিউশন। অভিনয়ে খায়রুল বাশার–সাবিলা নূর। রাত সাড়ে ৯টায় ভালো হয়ে যাও। অভিনয়ে মিশু সাব্বির–নাদিয়া মীম।
  • ১১টা ৫ মিনিটে ব্রেকআপ কোনো ব্যাপার না। অভিনয়ে নিলয়–হিমি।

দীপ্ত টিভি

  • সকাল ৯টায় ভালোবাসলেই ঘর বাঁধা যায় না। অভিনয়ে শাকিব–অপু। দুপুর ১২টা ১০ মিনিটে আমাদের ছবি আমাদের গান।
  • ২টায় তারকাঁটা। অভিনয়ে শুভ–মিম।
  • রাত ৮টায় আমার বউ শার্লক হোমস। অভিনয়ে জাহিদ হাসান–শশী। ১০টায় বাবুই। অভিনয়ে বাশার–চমক।
  • ১১টা থেকে পরপর তিনটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এসি রিপেয়ার, লালসা ও মানিক।

মাছরাঙা

  • বেলা আড়াইটায় প্রেম প্রেম পাগলামি। অভিনয়ে বাপ্পী–আঁচল।
  • বিকেল ৫টা ৫০ মিনিটে আমার স্বামী আমেরিকা যাবে। অভিনয়ে আ খ ম হাসান–উর্মিলা।
  • রাত ৮টা অতল স্বর্গের ডাক। অভিনয়ে তামিম মৃধা–সুবর্ণা মুস্তাফা। ১০টা ২০ মিনিটে তুমি আমারই রবে। অভিনয়ে আরশ খান–তানিয়া বৃষ্টি।
  • সাড়ে ১১টা টাকাটা কি আপনার? অভিনয়ে ইরফান সাজ্জাদ–তাসনুভা তিশা।

বৈশাখী

  • বেলা ১টায় শুধু সিনেমার গান।
  • ২টা ২০ মিনিটে এক জবান। অভিনয়ে ডিপজল–রেসী।
  • বিকেল ৫টা ১৫ মিনিটে ম্যাগাজিন অনুষ্ঠান অন্যরকম ঈদ।
  • রাত ৮টা ১০ মিনিটে প্রেম আমার। অভিনয়ে ইরফান সাজ্জাদ–তাসনিম তমা।
  • ১১টা ৩৫ মিনিটে দ্য জেন্টলম্যান। অভিনয়ে জাহিদ হাসান–নাবিলা–মাহা–সারিকা সাবা।

আরটিভি

  • সকাল ১০টা ১০ মিনিটে সবার উপরে প্রেম। অভিনয়ে শাকিব–শাবনূর।
  • বেলা ২টা ১০ মিনিটে জিরো পয়েন্ট। অভিনয়ে তারিক আনাম খান–সাবেরী আলম।
  • সন্ধ্যা ৭টা ৫ মিনিটে কাকতাল প্রেম। অভিনয়ে ঋষি কৌশিক–ফারিণ।
  • রাত ৮টায় সন্ধ্যে নামার আগে। অভিনয়ে মৌসুমী–তৌসিফ।
  • সাড়ে ৯টা কুহককাল। অভিনয়ে চঞ্চল চৌধুরী–ফারিয়া শাহরিন।
  • ১১টা ৫ মিনিটে সিকিউরিটি গার্ল। অভিনয়ে তানজিন তিশা–সাবেরী আলম।

নাগরিক

  • সকাল ১০টা ১৫ মিনিটে বর্তমান। অভিনয়ে মান্না-মৌসুমী।
  • বেলা ১টায় সাহেব নামের গোলাম। অভিনয়ে শাকিব-সাহারা।
  • বিকেল সাড়ে ৪টায় যদি বউ সাজোগো। অভিনয়ে শাকিব–অপু।
  • রাত ১০টা ৫ মিনিটে তুমি আছো অন্তরে। অভিনয়ে মনোজ প্রামাণিক–নাদিয়া নদী।
  • রাত ১১টা ১৫ মিনিটে বাংলার বউ। অভিনয়ে ফেরদৌস-মৌসুমী।

বাংলাভিশন

  • বিকেল ৪টা ১৫ মিনিটে শর্ট টাইম লাভ। অভিনয়ে মিশু সাব্বির–নাদিয়া মীম। ৫টায় পরান। অভিনয়ে জোভান–কেয়া পায়েল।
  • ৫টা ৫৫ মিনিটে ক্রাশের বিয়ে। অভিনয়ে জোভান–ফারিণ।
  • সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে পাসপোর্ট। অভিনয়ে মোশাররফ করিম–জুই।
  • রাত ৯টা ২৫ মিনিটে মেয়েদের শুক্রবার। অভিনয়ে মারজুক রাসেল–নাবিলা।
  • ১০টা ৪৫ মিনিটে পরিণাম। অভিনয়ে তৌসিফ–কেয়া পায়েল।
  • ১১টা ৩৫ মিনিটে নার্ভাস ব্রেকডাউন। অভিনয়ে মিশু সাব্বির–পারসা ইভানা।

বাংলাদেশ জার্নাল/রাজু

  • সর্বশেষ
  • পঠিত