ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

দর্শককে সব রকম স্বাদের কাজই দেওয়ার চেষ্টা করেছি : সাবিলা নূর

  ইমরুল নূর

প্রকাশ : ০৮ মে ২০২২, ১৪:৪৬  
আপডেট :
 ০৯ মে ২০২২, ১৭:২৮

দর্শককে সব রকম স্বাদের কাজই দেওয়ার চেষ্টা করেছি : সাবিলা নূর

ঈদ শেষ হলেও আমেজ এখনও রয়ে গিয়েছে। ঈদের আগে টানা ব্যস্ততা পার করে এই সময়টা এখন পরিবারকে দিচ্ছেন শিল্পীরা। ঈদের একদিন আগে পর্যন্ত শুটিং করে বিরতি নিলেও ঈদের দুদিন পরেই আবার ক্যামেরার সামনে দাঁড়াতে হয় ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূরকে। ঈদের নাটকের একটি প্যাচওয়ার্কের কাজ শেষ করলেন, এরপরই নিলেন ছুটি। এখন সময়টা শুধু পরিবারের জন্য।

সাবিলা নূর বলেন, ঈদের আগে মোটামুটি বেশ ভালোই ব্যস্ততা গিয়েছে তাই এখন কিছুদিন বিশ্রামে থাকবো। কয়েকটা দিন পরিবারকে সময় দেবো। সপ্তাহ দেড়েক এর মত ছুটি কাটাবো, এরপর হয়তো আবার কাজে ফিরতে হবে।

ঈদে প্রায় ১৬টির মত কাজ প্রচারে আসছে। এবারের কাজগুলোতে কোন বিষয়ে গুরুত্ব দিয়েছেন বেশি? এমন প্রশ্নে সাবিলার উত্তর, ‘এবার ঈদের কাজগুলোর মধ্যে ভেরিয়েশনে গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছি। রোমান্টিক, কমেডি, রম-কম, থ্রিলার, সিরিয়াস;সব ধরণের জনরাতেই এবার কাজ করেছি। দর্শক যেন সব স্বাদের কাজই উপভোগ করতে পারেন, এবার সেই চেষ্টাই ছিলো। প্রত্যেকটা জনরাতেই কাজ করার চেষ্টা ছিলো, বেশকিছু করতে পেরেছি এখন বাকিটা দর্শক ভালো বলতে পারবেন।

কাজল আরেফিন অমির ‘দ্য কিডন্যাপার’ কাজটা করেছি একদম সিনেমাটিক ফিল নিয়ে, এটার মধ্যে অ্যাকশন রয়েছে। এই কাজটার মধ্য দিয়ে দর্শকদেরকে সিনেমার ফিল দেওয়ার চেষ্টা করেছি। কাজটি দর্শকরা বেশ পছন্দও করেছেন। সবাই বেশ পজেটিভ মন্তব্য করছেন।

তারপর ‘অঘটন’ নাটকটি আজকে ইউটিউবে এসেছে। এ নাটকটি বেশ মজার, কমেডি। কাজটা করার সময়ে আমরা নিজেরাই ভীষণ হেসেছি, মজা করেছি। কাজটি সবার ভাল লাগবে আশা করি। ‘এক জনমে ভালোবেসে’ কাজটিও আমার বেশ পছন্দের। এখানে রোমান্স, ড্রামা, ট্রাজেডি সবই আছে। এই কাজটিতে দর্শক আমার লুকে একটু নতুন কিছু পাবে। তারপর ‘নিঃশব্দের আলো’, এটি সিরিয়াস ড্রামা। আমার ব্যক্তিগতভাবে হরর আর থ্রিলার গল্প খুব পছন্দ। ‘বিভোর’ হচ্ছে সম্পূর্ণ সাইকোলজিক্যাল থ্রিলার গল্পে, এই কাজটিও ভীষণ সুন্দর। ‘মাছে ভাতে বাঙালি’ করেছি, এটা আবার হরর গল্পে। সত্যি বলতে এবার চেষ্টা করেছি সব জনরাতে ভালো ভালো কিছু করার জন্য। এখন একে একে কাজগুলো প্রচার হচ্ছে, দর্শকরা তাদের ফিডব্যাক জানাচ্ছেন।’

এই কাজগুলোর মধ্যে কোন কাজটা করতে গিয়ে আলাদাভাবে বাড়তি প্রস্ততি নিতে হয়েছে বা একটু অন্যরকম কিছু মনে হয়েছে নিজের কাছে? এমন প্রশ্নে সাবিলা নূর বলেন, ‘হ্যাঁ, ‘এক জনমে ভালোবেসে’ কাজটি করতে গিয়ে আমাকে মানসিকভাবে অনেক প্রস্ততি নিতে হয়েছে, তারপর গল্পের চরিত্রানুযায়ী অনেক কিছুই করতে হয়েছে। এছাড়া মেকাপের ক্ষেত্রেও কিছু এক্সপেরিমেন্ট করতে হয়েছে। অপূর্ব ভাইয়া এদিক দিয়ে আমাকে ভীষণ সহযোগিতা করেছেন। এই কাজটি আমার জন্য একটু অন্যরকম অভিজ্ঞতা ছিলো। দর্শক দেখার পরই তা বুঝতে পারবে। এছাড়া ‘দ্য কিডন্যাপার’ যেহেতু আমরা জঙ্গলে শুটিং করেছি সেখানে আমরা অ্যাডভেঞ্চার ও অ্যাকশন রাখার চেষ্টা করেছি। সেখানে চরিত্রে আলাদাভাবে বিশেষ কিছু না করলেও মেন্টালি কিছুটা প্রস্ততি নিতে হয়েছিলো। আর ‘চল’-এ আমাকে দেখা যায় ড্রাগ এডিক্টের চরিত্রে, এখানেও কিছুটা মানসিক প্রস্ততির বিষয় ছিলো।’

সাবিলা অভিনীত ঈদের কাজগুলোর মধ্যে রয়েছে- মহিদুল মহিমের ‘প্রিয়জন’ (অপূর্ব), শিহাব শাহীনের ‘রুনু ভাই ২’ (অপূর্ব), ‘নিঃশব্দের আলো’ (অপূর্ব), ‘অঘটন’ (অপূর্ব), ‘বিভোর’ (নিশো), নঈম ইমতিয়াজ নেয়ামুলের ‘রুমমেট’ (নিশো), কাজল আরেফিন অমির ‘দ্য কিডন্যাপার’ (নিশো), মাহমুদুর রহমান হিমির ‘চল’ (ইয়াশ রোহান), ‘শুধু তুমিময়’ (অপূর্ব), জাকারিয়া সৌখিনের ‘ডিগবাজি’ (অপূর্ব), ‘ফল ইন লাভ’ (অপূর্ব), রুবেল হাসানের ‘এক জনমে ভালোবেসে’ (অপূর্ব), ‘প্রিয় খেয়ালে’ (অপূর্ব), নুরুল আলম আতিকের ‘মাছে ভাতে বাঙালি’ (আসাদুজ্জামান নূর), আশরাফুজ্জামানের ‘আমি রোকেয়া বলছি’ (মনোজ), তারেক রহমানের ‘কনফিউশন’ (খায়রুল বাসার) ইত্যাদি।

বাংলাদেশ জার্নাল/আইএন

  • সর্বশেষ
  • পঠিত