ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৬ মিনিট আগে
শিরোনাম

‘অপারেশন সুন্দরবন’ দেখে আইফোন-১৪ জেতার সুযোগ!

  বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২২, ১৭:৫৩

‘অপারেশন সুন্দরবন’ দেখে আইফোন-১৪ জেতার সুযোগ!

অবশেষে আগামী শুক্রবার অর্থাৎ ২৩ সেপ্টেম্বর দেশব্যাপী মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘অপারেশন সুন্দরবন’। র‍্যাবের দুঃসাহসিক অভিযান নিয়ে নির্মিত এ সিনেমাটি দেখলে ২০ জন দর্শক পাবেন ‘আইফোন ১৪’ সিরিজের লেটেস্ট ফোন! মঙ্গলবার সন্ধ্যায় বসুন্ধরা সিটিতে অনুষ্ঠিত ছবির প্রিমিয়ারে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এমন ঘোষণা দেন।

তিনি বলেন, ‘অপারেশন সুন্দরবন’ সিনেমা যারা দেখবে তাদের মধ্য থেকে লটারির মাধ্যমে বিজয়ী ২০জন ভাগ্যবানকে পুরস্কার দেয়া হবে ফরচুন গ্রুপের সৌজন্যে।

লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মঈন আরও বলেন, বিভিন্ন সিনেমা হলে ড্রপবক্স থাকবে। যারা বিভিন্ন সিনেমা হলে গিয়ে ‘অপারেশন সুন্দরবন’ দেখবেন তারা টিকেটের পিছনে নাম ও মোবাইল নম্বর লিখে ড্রপবক্সে জমা দেবেন। ১ নভেম্বর সুন্দরবন দস্যুমুক্ত দিবস। ওইদিন লটারির মাধ্যমে ২০জন ভাগ্যবানকে আইফোন ১৪ উপহার দেয়া হবে।

প্রিমিয়ার শো অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী হাবিবুন নাহার। এছাড়াও ছিলেন সাবেক র‍্যাব প্রধান ও পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ, র‍্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

এছাড়াও উপস্থিত ছিলেন ছবির পরিচালক দীপংকর দীপন, চিত্রনায়ক সিয়াম আহমেদ, রিয়াজ আহমেদ, নুসরাত ফারিয়া, মনির খান শিমুল, রোশান, মনোজ প্রামাণিক, আরমান পারভেজ মুরাদসহ বিভিন্ন কলাকুশলী।

প্রিমিয়ার শো উপলক্ষে নিচ তলা থেকে ৮ তলায় বসুন্ধরা সিনেপ্লেক্স সেজেছিলো অপারেশন সুন্দরবন- এর ডিসপ্লেতে। মনে হচ্ছিল সুন্দরবনের আবহ! বাঘ-হরিণ শোভা পায় ব্যানারে।

পরিচালক দীপংকর দীপন বলেন, আমি চেষ্টা করেছি সুন্দরবনের গহীনে যা ঘটে তা তুলে ধরতে। সুন্দরবনে যা যা ঘটে তাই তুলে ধরেছি। যদিও কাজটি ছিল অসাধ্য। তবে র‍্যাবসহ প্রত্যেকের অক্লান্ত পরিশ্রমে অবশেষে কাজটি মানুষের কাছে পৌঁছে দিতে পারছি।

র‍্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটির প্রযোজনায় নির্মিত হয়েছে অপারেশন সুন্দরবন। সুন্দরবনকে জলদস্যুমুক্ত করতে র‍্যাবের দুঃসাহসিক অভিযান ফুটিয়ে তোলা হয়েছে এখানে।

বাংলাদেশ জার্নাল/আইএন

  • সর্বশেষ
  • পঠিত