ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ১০ মিনিট আগে
শিরোনাম

রাতে আর্মি স্টেডিয়াম মাতাবেন জেমস

  বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২২, ১৭:৩৬  
আপডেট :
 ২৪ নভেম্বর ২০২২, ১৮:৫৬

রাতে আর্মি স্টেডিয়াম মাতাবেন জেমস
রক তারকা জেমস

ঢাকার আর্মি স্টেডিয়ামে ‘তারুণ্যের বাংলাদেশ কনসার্ট’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। বঙ্গবন্ধু আন্তবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের পুরস্কার বিতরণী আয়োজনে এ কনসার্টের আয়োজন করা হয়েছে। এ অনুষ্ঠানে আজ বুধবার রাতে গান পরিবেশন করবে রক তারকা জেমসের ব্যান্ড নগরবাউল।

নগরবাউল ছাড়াও এ আয়োজনে কোক স্টুডিও বাংলা, মেট্রিক্যাল, ক্যালিপ্সো, বিটস অব ড্রিমসসহ কয়েকটি ব্যান্ড গাইবে। আগ্রহী ব্যক্তিরা https://biusc.org/ticket–এই লিংকে নিবন্ধন করে কনসার্টটি উপভোগ করতে পারবেন।

নগরবাউলের মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর জানান, রাত ৯টায় মঞ্চে উঠবে নগরবাউল।

তিনি জানান, এটি ছাড়াও ২ ডিসেম্বর আর্মি স্টেডিয়ামে আয়োজনের অপেক্ষায় থাকা ‘ব্যান্ড মিউজিক ফেস্ট–২০২২ ’–এ গাইবে নগরবাউল। ডিসেম্বর ও জানুয়ারিতে ঢাকা ও ঢাকার বাইরে বেশ কয়েকটি কনসার্ট রয়েছে ব্যান্ডটির।

১৯৮০ সালে ‘ফিলিংস’ ব্যান্ড গঠন করেন জেমস। ফিলিংস থেকে ‘স্টেশন রোড’, ‘অনন্যা’, ‘জেল থেকে বলছি’, ‘নগর বাউল’, ‘লেইস ফিতা লেইস’, ‘কালেকশন অব ফিলিংস’ শিরোনামে অ্যালবাম প্রকাশিত হয়। পরে ‘ফিলিংস’ ভেঙে ‘নগর বাউল’ গঠন করেন তিনি। ‘দুষ্টু ছেলের দল’ ও ‘বিজলি’ শিরোনামে দুটির অ্যালবাম প্রকাশ করে ব্যান্ডটি।

বাংলাদেশ জার্নাল/আইএন

  • সর্বশেষ
  • পঠিত